সংবাদ :
জাতীয় : জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- বাংলাদেশের আকাশে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ১০ জুলাই রবিবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে ইসলামিক বিশ্ব : আরাফাতে খুতবা দিবেন শায়খ ড. মুহাম্মাদ আবদুল করীম , হজের খুতবা সরাসরি সম্প্রচার হবে বাংলাসহ ১৪ ভাষায় আন্তর্জাতিক : আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী সালেহ আহমদ তাকরিমকে সংবর্ধনা প্রদান করল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন

  • টেক্সট সাইজ
  • A
  • A
  • A
  • |
  • রং
  • C
  • A
  • A
  • A

হিংসার অপর নাম ধ্বংস
প্রিন্ট
প্রকাশঃ : শুক্রবার ২৩/০২/২০১৮

হিংসার অপর নাম ধ্বংস 
          
অন্যের ভালো কিছু দেখে নিজের মনে কষ্ট লাগা এবং তা নষ্ট হওয়ার কামনা করাকে হাসাদ বা হিংসা বলা হয়।" হিংসা মানুষের একটি নিকৃষ্টতম চরিত্রের নাম। এ হিংসা, লোভ ও অহংকার মানুষেকে ধবংস করে দেয়।

রসুল (সা.) বলেছেন, ‘তোমরা হিংসা থেকে বেঁচে থাক। কেননা হিংসা নেক আমলকে এমনভাবে খেয়ে ফেলে যেভাবে আগুন কাঠকে খেয়ে ফেলে। ’  আবু দাউদ হা: নং ৪৯০৫।

 হযরত আবু হুরায়রা (রা:) হতে বর্ণিত রাসূল (সা:) এরশাদ করেন, "কোন বান্দার অন্তরে ঈমান ও হিংসা একত্রিত হতে পারে না"।  
 ইবনে মাজাহ :৪২১৬।
      
 অার্থাৎ কারো উন্নতি দেখে অাপনার হিংসা লাগলে মনে করবেন অাপনার ঈমানে গোলমাল রয়েছে। সুতরাং ঈমান ঠিক করে নিন। 

  হিংসা সৃষ্টির সর্ব প্রথম পাপ। ইবলীশ হিংসার কারণে অাদমকে (অা:) সেজ্দা করেনি। কাবিল হিংসার বশবর্তী হয়ে অাপন ভাই হাবিলকে হত্যা করেছিল।এ হিংসার কারনেই মানুষ কত কিছুই অঘটন ঘটিয়ে যাচ্ছে দৈনন্দিন।

 " হিংসা"  ঈমান-ইসলামের পরিপন্থী একটি অসৎ অভ্যাস , যা মানুষের নেকীকে ধ্বংস করে দেয় এবং জান্নাতের পথ হতে দূরে সরিয়ে দেয়। 

 "হিংসুক" ব্যক্তি  সবর্দা কষ্টে থাকে।  অন্যের উন্নতি দেখে সে নিজে সবর্দা তুষের অাগুনে জ্বলতে থাকে। মুখে থেকে হাসিঁ চলে যায়, অন্তর থেকে শান্তি চলে যায়। ফলে ইহ ও পর উভয়কাল তার জন্য নরক স্বরুপ হয়ে যায়।

 রাসুল (সা:) ফরমান, " হিংসা হ’ল নিকৃষ্ট ব্যক্তিদের চরিত্র এবং তা পরিত্যাগ করা হ’ল মর্যাদাবান ব্যক্তিদের  কর্ম। আর প্রত্যেক আগুনের নির্বাপক আছে। কিন্তু হিংসার আগুন কখনো নিবেনা'। মুসলিম ২৫৬৫।
   
আল্লাহ আমাদের সকলকে পারস্পরিক হিংসা ও বিদ্বেষ থেকে রক্ষা করুন এবং আমাদের সবাইকে ভাই-ভাই হবার তাওফীক দিন। আমীন।

৬৭৮

কোন তথ্যসূত্র নেই

আপনার জন্য প্রস্তাবিত

ইসলামিক ফাউন্ডেশন

To preach and propagate the values and ideals of Islam, the only complete code of life acceptable to the Almighty Allah, in its right perspective as a religion of humanity, tolerance and universal brotherhood and bring the majority people of Bangladesh under the banner of Islam

অফিসিয়াল ঠিকানা: অফিসিয়াল ঠিকানা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, আগারগাঁও, শের-এ- বাংলা নগর, ঢাকা -১২০৭