সংবাদ :
জাতীয় : জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- বাংলাদেশের আকাশে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ১০ জুলাই রবিবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে ইসলামিক বিশ্ব : আরাফাতে খুতবা দিবেন শায়খ ড. মুহাম্মাদ আবদুল করীম , হজের খুতবা সরাসরি সম্প্রচার হবে বাংলাসহ ১৪ ভাষায় আন্তর্জাতিক : আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী সালেহ আহমদ তাকরিমকে সংবর্ধনা প্রদান করল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন

  • টেক্সট সাইজ
  • A
  • A
  • A
  • |
  • রং
  • C
  • A
  • A
  • A

কুরবানীর জন্য কেমন পশু উত্তম
প্রিন্ট
প্রকাশঃ : সোমবার ২৩/০৭/২০১৮

* কুরবানী পশুর ক্ষেত্রে পছন্দনীয় ***
মহানবী সা: বলেছেন " আমার নিকট সাদা রং ও সাদা সদৃশ মোলায়েম রঙ্গের গরু কালো রঙ্গের গরু অপেক্ষা অধিক প্রিয় ।"
আহমদ ১৮৬১
শায়খ নাসিরুদ্দীন আলবানী রহ: হাদিসটিকে " ছহীহা " গ্রন্হে হাসান বলেছেন । এখানে সাদা রং দ্বারা গরুর মুখটাই প্রধান উদ্দেশ্য । সাদা সদৃশ বলতে মাটির রঙ্গের ন্যায় হওয়া " Gray Colors "

*** ইসলামের ইতিহাসে প্রথম কুরবানী দেন সাইয়্যিদুনা আদম আ:'র ছেলে হাবিল । তিনি নিজের পালিত একটি দুম্বা কুরবানী দিয়েছিলেন । যা কবুল করা হয় । অত:পর ইসমাঈল আ:'র কুরবানীর জায়গায় জান্নাত থেকে দুম্বা পাঠানো হয়েছিলো ।

*** মহান আল্লাহপাক মহানবী সা:কে উট দ্বারা কুরবানী করার নির্দেশ দেন । বলা হয় ,
فصل لربك و انحر
" ওয়ানহার " অর্থ হলো উট দ্বারা কুরবানী করুন ।" মনে রাখতে হবে যে, উট আর গরু সহ অন্যান্য জন্তু দ্বারা কুরবানী করার প্রক্রিয়া একই নয় । উটকে প্রথমে গলদেশে তীর মারতে হয় । অত:পর রক্তক্ষরণ হয়ে যখন সে মাটিতে লুটিয়ে পড়ে , তখন তাকে জবেহ করতে হয় । এ পদ্বতিটি কেবলমাত্র উটের জন্য নির্দিষ্ট । আরবী ভাষায় এ নিয়মে কুরবানী করাকে نحر বলা হয় । পক্ষান্তরে গরু/ ছাগল গুলোকে সরাসরি মাটিতে ফেলে জবেহ করা হয় । সে ক্ষেত্রে জবেহ " শব্দটি ব্যবহ্রত হয়ে থাকে । উট কুরবানীর ক্ষেত্রে জবেহ " শব্দ বলা হয়না । এ কারণে হাদিসে কুরবানীর দিনটাকে কয়েকটি নামে পাওয়া যায় । যেমন يوم النحر ، عيد الاضحي ، يوم الأضحية ، عيد الأضحية
এ আয়াত দ্বারা আরেকটি ফতওয়া পরিষ্কার হলো যে, রসুল সা:'র উপর কুরবানী করাটা ফরজ ছিলো । যা উম্মতের উপর নয় ।

*** অনেকের মাঝে সন্দেহ থাকে যে, খাসি দ্বারা কুরবানী বৈধ কিনা !
অবশ্যই অবশ্যই বৈধ । এ ব্যাপারে কোন রকমের সন্দেহ পোষণ করবেন না ।
উত্তম পশুর ক্ষেত্রে ধারাবাহিকতা হলো এমন :
ভেড়া সর্বাধিক উত্তম ।
অত:পর ছাগল ।
অত:পর উট ।
অত: পর গরু ।
যে সব দেশে গরু সবচে' প্রিয় পশু , সেখানে উট অপেক্ষা গরু দ্বারা কুরবানী করা অধিক উত্তম ।

*** মাদি পশুর চেয়ে এড়ে উত্তম ।
খাসির চেয়ে ( বলদ ) ষাঁড় অধিক উত্তম ।

*** এ বিষয়গুলো মাথায় রেখে সুন্দরভাবে কুরবানী সম্পন্ন করার চেষ্টা করুন ।

সুদ/ ঘুঁষ / চুরি/ ডাকাতি/ দূর্নীতি ও হারাম উপার্জন দ্বারা কুরবানী বৈধ নয় । মনে রাখবেন যে, কুরবানী করা সুন্নত । আর উল্লেখিত অপরাধ সমূহ সুস্পস্টভাবে হারাম । এসব থেকে তাওবা করে ফিরে আসা ফরজ এবং ফরজ ।Top of Form

 

৪৯৬

কোন তথ্যসূত্র নেই

আপনার জন্য প্রস্তাবিত

ইসলামিক ফাউন্ডেশন

To preach and propagate the values and ideals of Islam, the only complete code of life acceptable to the Almighty Allah, in its right perspective as a religion of humanity, tolerance and universal brotherhood and bring the majority people of Bangladesh under the banner of Islam

অফিসিয়াল ঠিকানা: অফিসিয়াল ঠিকানা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, আগারগাঁও, শের-এ- বাংলা নগর, ঢাকা -১২০৭