সংবাদ :
জাতীয় : জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- বাংলাদেশের আকাশে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ১০ জুলাই রবিবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে ইসলামিক বিশ্ব : আরাফাতে খুতবা দিবেন শায়খ ড. মুহাম্মাদ আবদুল করীম , হজের খুতবা সরাসরি সম্প্রচার হবে বাংলাসহ ১৪ ভাষায় আন্তর্জাতিক : আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী সালেহ আহমদ তাকরিমকে সংবর্ধনা প্রদান করল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন

  • টেক্সট সাইজ
  • A
  • A
  • A
  • |
  • রং
  • C
  • A
  • A
  • A

দক্ষতার গল্প
প্রিন্ট
প্রকাশঃ : সোমবার ২৩/০৪/২০১৮

দক্ষতার গল্প

খায়বারের ময়দানে উপস্থিত আল্লাহর রাসুল সা.।  ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ চলছে। ওই এলাকায় ইহুদিদের কয়েকটি দুর্গ ছিল।  মুসলমানরা একের এক দুর্গগুলো জয় করে নিয়েছে। ইতিমধ্যে জনৈক বেদুইন রাসূলুল্লাহ সা.এর খেদমতে উপস্থিত হল। ইসলাম সম্পর্কে বিভিন্ন তথ্য হাসিল করে একসময় মুসলমান হয়ে গেল। 
.
ইসলাম গ্রহণের সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সা.এর সাহাবি হবার মর্যাদা হাসিল করে নিলেন তিনি। রাসূলুল্লাহ সা.এর অসংখ্য গুণাবলির মধ্যে একটা গুণ ছিল এই, তিনি সাধারণ কোনো ব্যক্তিকেও অনেক গুরুত্ব দিতেন।  তার সাথে উন্নত আচরণ করতেন। 
.
আল্লাহর রাসূল সা. কত বিনয়ী দেখুন, তিনি ছোট-বড় সবার প্রতি খেয়াল রাখতেন। চাহে কেউ ইসলামের প্রথম দিকের মুসলমান হোক কিংবা নতুন নতুন ইসলাম গ্রহণ করুক। ওই বেদুইন প্রশ্ন করলেন, 
-হে আল্লাহর রাসূল! আমি কি আপনার সঙ্গে মুহাজির হয়ে থাকতে পারবো? আল্লাহর রাসুল সা. ইরশাদ করলেন, 
-“হ্যাঁ, অবশ্যই।” 
এবং তাঁর সাহাবিদের বললেন, 
-“এর প্রতি খেয়াল"রেখো।” 
.
এদিকে দুর্গসমূহ বিজয় হচ্ছে। একটি দুর্গ বিজিত হবার পর গনিমতের কিছু ধন-সম্পদ রাসূলুল্লাহ সা. এর হস্তগত হয় যা তিনি তাঁর সাহাবিদের মাঝে বন্টন করে দেন।  হাজার বার প্রাণ উৎসর্গিত হোক রাসূলুল্লাহ সা. এর উন্নত চরিত্রের উপর। তিনি অন্যান্য মুজাহিদদের যেমন ভাগ দিয়েছেন, একইভাবে গনিমতের সম্পদ থেকে ওই বেদুইন মুসলমানটির জন্যও একটি ভাগ রাখলেন। 
.
যুদ্ধে প্রত্যেক ব্যক্তি নিজ নিজ অংশের কাজ আঞ্জাম দিয়ে থাকে। এ বেদুইন সেদিন মুসলমানদের পশুগুলো চরানোর কাজে বাইরে গিয়েছিলেন। ফিরে আসার পর সাহাবায়ে কেরাম তার ভাগ তাকে সোপর্দ করে বললেন, 
-এটা তোমার অংশ। 
তিনি জিজ্ঞাসা করলেন, 
-এটা কি? 
সাথিরা বললেন, 
-রাসূলুল্লাহ সা. তোমার ভাগ দিয়েছেন।
.
বেদুইন তার অংশ নিলেন এবং রাসূলুল্লাহ সা.এর খেদমতে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, 
-হে আল্লাহর রাসূল! এটা কি?
রাসূলুল্লাহ সা. ইরশাদ করলেন, 
-“গনিমতের সম্পদ থেকে আমি তোমার জন্যও ভাগ রেখেছি।”
.
সেই বেদুইন সাহাবির ঈমান দেখুন। আরজ করলেন, 
-হে আল্লাহর রাসূল! আমি তো আপনার আনুগত্য এজন্য করিনি যে যাতে আমি ধন-সম্পদ লাভ করি, মালে গনিমত হাসিল করি। 
তিনি তার কন্ঠনালীর দিকে ইঙ্গিত করে বললেন, 
-আমি তো আপনার সঙ্গ নিয়েছি এজন্যে যে, যাতে এখানে যেন তীর এসে লাগে এবং আমি শহিদ হয়ে জান্নাতে যেতে পারি।
.
আল্লাহর রাসূল সা. বললেন,
 (إن تصدق الله يصدقك)
- “তুমি যদি আল্লাহ তা‘আলার কাছে সততার সাথে তা দাবি করো, তা হলে আল্লাহ তা‘আলা সেটাও সত্য প্রমাণিত করবে।” উদ্দেশ্য হচ্ছে, তোমার যদি শাহাদতের নিয়ত থাকে তাহলে তা পূর্ণ হবে।  ঘটনাক্রমে পরবর্তীতে তা-ই সত্য প্রমাণিত হল।  
.
কিছুক্ষণ পর শত্রুর সঙ্গে লড়াই আরম্ভ হয়ে গেল। বেদুইনও লড়াই করার জন্য রণাঙ্গনে পৌঁছে গেলেন। তখন একটি তীর এসে তাকে বিদ্ধ করল। কোনো কোনো বর্ণনায় এসেছে, শত্রুর সাথে মোকাবেলা হয় তার।  এক পর্যায়ে তিনি শহিদ হয়ে যান। তিনি ছিলেন এক সাধারণ গ্রাম্য লোক। কিন্তু তার মর্যাদা দেখুন এবং সাথিদের সাথে রাসূলুল্লাহ সা. এর ভালোবাসা লক্ষ করুন।  
.
যুদ্ধ শেষে তার লাশ এনে রাসূলুল্লাহ সা.এর খেদমতে পেশ করা হল।  রাসূলুল্লাহ সা. তাঁর এই নৌমুসলিম সাথিকে ঠিকই চিনতে পেরেছেন। সাহাবায়ে কেরামকে বললেন,
 (أهو هو؟) 
-“এটা সেই লোক না?” 
সাহাবায়ে কেরাম আরজ করলেন, 
-হ্যাঁ আল্লাহর রাসূল! এটা সেই ব্যক্তি যে কিছুদিন পূর্বে ইসলাম কবুল করেছিল।
.
সম্মানিত পাঠক! এখন একটু আমাদের প্রিয় রাসূল সা., আমাদের পথপ্রদর্শক এবং আমাদের মহান মুর্শিদের চরিত্র দেখুন। তিনি ইরশাদ করলেন, 
(صدق الله فصدقه)
- “তার আবেগ সত্য ছিল। ফলে আল্লাহ তা‘আলাও তা সত্য প্রমাণ করে দেখালেন। তাকে শাহাদত দান করেছেন।”
.
অত:পর তাঁর এই নতুন সঙ্গীকে সম্মানিত করলেন এভাবে, নিজের পবিত্র চাদর দিয়ে তাকে কাফন দিলেন। তার নামাযে জানাযা পড়ালেন। আকাশের দিকে হাত তোলে তার জন্য দুআ করলেন,
 (اللهم هذا عبدك)
- “হে আল্লাহ! এটা তোমার বান্দা। 
(خرج مهاجرا في سبيلك)
 সে তোমার রাস্তায় হিজরত করেছে। 
(فقتل شهيدا)
 শহিদ হয়ে গেছে সে। 
(وأنا عليه شهيد) 
এবং এক্ষেত্রে আমি সাক্ষী।” 
.
উদ্দেশ্য এই, এই লোকটি তোমার সন্তুষ্টির জন্য যুদ্ধের ময়দানে চলে এসেছে এবং তোমার জন্য সে শহিদ হয়েছে।  তাকে ক্ষমা করে দাও।

৪৭৭

কোন তথ্যসূত্র নেই

আপনার জন্য প্রস্তাবিত

  • হকদারের অধিকার

    হকদারের অধিকার এক বেদুইনের ঘটনা। গ্রাম্য এলাকার অধিবাসী সে। একেবারে......

  • দক্ষতার গল্প

    দক্ষতার গল্প খায়বারের ময়দানে উপস্থিত আল্লাহর রাসুল সা.। ইহুদিদের বিরুদ্ধে......

  • দক্ষতার গল্প

    দক্ষতার গল্প কোনো ব্যক্তিত্বের উন্নত চরিত্র সম্পর্কে জানতে চান? তা......

  • শূন্যহাতেও তিনি নির্ভিক

    শূন্যহাতেও তিনি নির্ভিক যে ঘটনাটি আপনারা পড়তে যাচেছন তার বর্ণনাকারী......

  • রাজা কে?

    রাজা কে? খলিফা মামুনুর রশীদের পিতা হারুনুর রশীদের রাজত্বকালে বাক্কায়......

  • শিক্ষণীয় গল্প

    শিক্ষণীয় গল্প এগুলো শুধুই গল্প নয়। গল্পের ব্যানারে আঁকা পৃথিবীর......

  • দক্ষতার শিক্ষণীয় গল্প

    পড়ার অনুরোধ.... যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন প্রথম যেদিন প্রেসিডেন্ট......

  • কোন কাজ ছোট নয়

    আব্রাহাম লিংকন প্রেসিডেন্ট হিসেবে প্রথম যেদিন অফিস করে স্বাগত বক্তব্য......

  • শিক্ষণীয় দক্ষতার গল্প

    রাসুল(সাঃ) একদিন মসজিদে বসে আছেন। সাহাবীরা তাঁকে ঘিরে আছেন। এমন......

  • একটি শিক্ষণীয় গল্প

    একটি শিক্ষনীয় গল্প এক গ্রামে এক বৃদ্ধ ইন্তেকাল (মৃত্যু) করলেন।......

ইসলামিক ফাউন্ডেশন

To preach and propagate the values and ideals of Islam, the only complete code of life acceptable to the Almighty Allah, in its right perspective as a religion of humanity, tolerance and universal brotherhood and bring the majority people of Bangladesh under the banner of Islam

অফিসিয়াল ঠিকানা: অফিসিয়াল ঠিকানা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, আগারগাঁও, শের-এ- বাংলা নগর, ঢাকা -১২০৭