সংবাদ :
জাতীয় : জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- বাংলাদেশের আকাশে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ১০ জুলাই রবিবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে ইসলামিক বিশ্ব : আরাফাতে খুতবা দিবেন শায়খ ড. মুহাম্মাদ আবদুল করীম , হজের খুতবা সরাসরি সম্প্রচার হবে বাংলাসহ ১৪ ভাষায় আন্তর্জাতিক : আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী সালেহ আহমদ তাকরিমকে সংবর্ধনা প্রদান করল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন

  • টেক্সট সাইজ
  • A
  • A
  • A
  • |
  • রং
  • C
  • A
  • A
  • A

দোয়া কবুলের জন্য করনীয়/শর্ত
প্রিন্ট
প্রকাশঃ : মঙ্গলবার ২৯/০৫/২০১৮

আল্লাহ তা'য়ালা ইরশাদ করেছেন-
يا ايها الذين امنوا توبوا الى الله توبة نصوحا، عسى ربكم ان يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الانهار. 

মুমিনগণ তোমরা আল্লাহ তা'য়ালার কাছে তাওবা কর-- আন্তরিক তাওবা। আশা করা যায়, তোমাদের পালনকর্তা তোমাদের মন্দ কর্মসমূহ মোচন করে দেবেন এবং তোমাদেরকে দাখিল করবেন জান্নাতে, যার তলদেশে নদী প্রবাহিত। 
সূরা: আত-তাহরীম : ৮॥ 
'
আল্লাহ পাক কাফেরদের দোয়াও কবুল করে থাকেন। শয়তানের দোয়াও তো কবুল করেছেন। তবে সাধারণ ভাবে দোয়া কবুলের হওয়ার জন্য আমাদেরকে কতিপয় শর্ত পূরণ করতে হবে।

১. জীবিকা হালাল হতে হবে। 
২. মা-বাবার হক আদায় করতে হবে। 
৩. সাধ্যমত আত্বীয়-স্বজন এর হক আদায় করতে হবে।
৪. মুসলমানদের সাথে সু-সম্পর্ক থাকতে হবে। তিন দিনের বেশী কোন মুসলমান এর সাথে কথা-বার্তা বন্ধ রাখা যাবে না। 
৫. امر بالمعروف نهي عن المنكر তথা সাধ্যমত ভালো কাজের কথা মানূষকে বলতে হবে এবং মন্দ কাজ থেকে মানূষকে নিষেধ করতে হবে। 
৬. গীবত বর্জন করতে হবে। 
৭. حسد বা পরশ্রীকাতরতা ছেড়ে দিতে হবে। 
৮. বখিলী বর্জন করতে হবে। 
৯. দিল বা অন্তর তাজা রাখতে হবে। 
১০. দোয়া করে আমি যেরকম চাই সাথে সাথে ওরকম পেয়ে যাব এমন তাড়া হুড়া করা যাবে না।
'
কারণ আল্লাহ পাক বন্দার জন্য যেটা সহজ আসান সেটাই ব্যবস্থা করেন। আমাদের জন্য কোনটা মঙ্গল-কল্যাণকর সেটা আল্লাহ পাকই ভালো জানেন, আমরা জানি না। والله يعلم وانتم لا تعلمون । আমাদেরকে চাইতে হবে। তবে চাওয়া বস্তুটি দুনিয়া বা পরকালে যখন বন্দার জন্য কল্যাণকর তখনই দেবেন। 
যেমন একটা শিশু মা-বাবার কাছে আইসক্রিম/চকলেট চাইলেও সেটা না দিয়ে ভাল অন্য কিছু দেন। কারণ বাচ্চা যা চাই তার ক্ষতিকর দিকটা জানে না। 
'
মহান আল্লাহ আমাদেরকে বোঝার তাওফিক দান করুন।

৩১৮

কোন তথ্যসূত্র নেই

আপনার জন্য প্রস্তাবিত

ইসলামিক ফাউন্ডেশন

To preach and propagate the values and ideals of Islam, the only complete code of life acceptable to the Almighty Allah, in its right perspective as a religion of humanity, tolerance and universal brotherhood and bring the majority people of Bangladesh under the banner of Islam

অফিসিয়াল ঠিকানা: অফিসিয়াল ঠিকানা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, আগারগাঁও, শের-এ- বাংলা নগর, ঢাকা -১২০৭