সংবাদ :
জাতীয় : জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- বাংলাদেশের আকাশে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ১০ জুলাই রবিবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে ইসলামিক বিশ্ব : আরাফাতে খুতবা দিবেন শায়খ ড. মুহাম্মাদ আবদুল করীম , হজের খুতবা সরাসরি সম্প্রচার হবে বাংলাসহ ১৪ ভাষায় আন্তর্জাতিক : আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী সালেহ আহমদ তাকরিমকে সংবর্ধনা প্রদান করল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন

  • টেক্সট সাইজ
  • A
  • A
  • A
  • |
  • রং
  • C
  • A
  • A
  • A

ইন্ডিয়ান ভিসার আবেদন
প্রিন্ট
প্রকাশঃ : বুধবার ১৪/০৬/২০১৭

Tourist Visa জন্য আপনাকে যে কাগজপত্র দিতে হবে ঃ 

১.. একটি Valid Bangladeshi Passport ,যার Date Of expiry থাকতে হবে কমপক্ষে ১ বছর।

২.. এককপি ২” গুন ২” সাইজের সদ্যতোলা ছবি। এই ছবিটি আপনাকে ফর্ম পূরণ করার সময় স্ক্যান করে অনলাইনে দিয়ে দিতে হবে।

৩.. একটি.২ মাসের Bank Statement . ব্যালান্স সর্বনিন্ম ২০,০০০/- টাকা থাকতে হবে।

৪.. একটি কাউন্সিলর/চেয়ারম্যান এর সার্টিফিকেট।

৫.. একটি বিদ্যুৎ বিল/গ্যাস বিল/টেলিফোন বিল এর ফটোকপি।

৬.. একটি National Id Card এর ফটোকপি।

৭.. আপনার পেশা যদি ব্যাবসা হয় তবে ট্রেড লাইসেন্স এর কপি। ১৮ বছরের নিচে যাদের বয়স তাদের জন্য তাদের বাবা-মায়ের Bank Statement এবং অবশ্যই বাবা-মায়ের Appointment Date এর প্রিন্টকৃত ডকুমেন্টস সাথে দিতে হবে। কোনক্রমেই বাব-মায়ের Appointment Date এর আগে তাদের অপ্রাপ্ত বয়স্ক সন্তানদের Appointment Date হলে তা গ্রহন যোগ্য হবে না।

৮.. আপনি যখন Appointment Date  পাবেন তখন একটি প্রিন্টকৃত ডকুমেন্টস।

         Medical Visa জন্য আপনাকে যে কাগজপত্র দিতে হবে

বর্তমানে  Medical Visa জন্য কোন Appointment Date লাগে না। আপনি শুধু ওদের অফিসে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভিসা সংগ্রহ করতে পারবেন। তার জন্য আপনাকে ডাক্তারের নাম , ভিজিটিং কার্ড, রুগীর সকল কাগজপত্র, বাংলাদেশের ডাক্তারের রের্ফাড এর কাগজ জমা দিতে হবে।

          যেহেতু বেশীর ভাগ মানুষই  Tourist Visa যায় তাই অন্যন্য ভিসার তথ্য জানতে আমাকে ইমেইল করুন। ধন্যবাদ

      যাইহোক, বলেছিলাম একটি Valid Passport লাগবে এবং আপনাকে জানতে হবে যিনি যাবেন তিনি কোন Visa Category তে ইন্ডিয়া যেতে চান? তারপর আপনাকে জানতে হবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে মোট কয়টি অফিস আছে? ঢাকা অফিস, চিটাগাং অফিস এবং রাজশাহী অফিস ,বাংলাদেশে ওদের মোট ৩টি অফিস আছে এবং শোনা যাচ্ছে যে আরো অফিস হবে। যাহোক আমি আপনাদের ঢাকা অফিস এর কাজ করার প্রাথমিক ধারনা দিব।

 Online Form Fill Up Process

        প্রথমে আপনি Passport এর থেকে সব তথ্য নিয়ে Online এ একটি ফর্ম পূরণ করবেন। দেখুন কিভাবে…

ইন্ডিয়ার অফিসিয়াল লিঙ্ক এ ধুকলে প্রথমে আপনি দেখতে পারবেন Online Visa Application ট্যাব। ওই ট্যাবে ক্লিক করলে আপনি একটি নতুন উইন্ডোতে চলে যাবেন সেখান থেকে আপনাকে পর্যায়ক্রমিক ভাবে দেখাচ্ছি

*** Country you are applying visa from থেকে Bangladesh সিলেক্ট করতে হবে।

*** তারপর Indian Mission থেকে আপনি যেই অফিস থেকে ভিসা নিবেন তা সিলেক্ট করতে হবে (ধরি ঢাকা)

*** তারপর Nationality থেকে Bangladesh সিলেক্ট করে দিন।

*** তারপর Date of Birth এ Applicant এর পাস্পোর্ট এ উল্লেখিত জন্মতারিখ দিন (০১/০১/২০০০)

       তারপর ইমেইল আইডি আপনার ইচ্ছা, দিতে পারেন আবার নাও দিতে পারেন।

*** তারপর Expected Date of Arrival থেকে আপনার কাংক্ষিত যাওয়ার তারিখ দিন। (ধরি ২০/০১/২০১৫)

এখানে বলে রাখা ভাল আপনাকে জানতে হবে যে আপনি যেদিন ইন্ডিয়া যেতে চাচ্ছেন Appointment date কি তার আগে না পরে? মানে হল ধরুন আপনি দিলেন ১০/০১/২০১৫ কিন্তু আপনি  Appointment date পেলেন ১৫/০১/২০১৫ তাহলে হবে না। সঠিক সময় ও ডেট জানার জন্য আমার পুর্বের লেখাটি দেখুন এই লিঙ্ক থেকে

***  তারপর Visa Type থেকে সিলেক্ট করুন আপনি কোন ভিসার জন্য আবেদন করবেন (ধরি Tourist Visa).

 তারপর Access Code টি দিয়ে Continue বাটনে ক্লিক করুন।

******** স্টার চিনহিত জায়গা গুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে********

তারপর যে পেজ আসবে সেখান থেকে Passport এ দেয়া তথ্য গুলি খুব সাবধানে পূরণ করুন।

তারপর Save And Continue তে ক্লিক করুন।

তারপর যে পেজ আসবে সেখান থেকে খুব সাবধানে সব তথ্য পূরণ করুন।

তারপর Save And Continue তে ক্লিক করে  যে পেজ আসবে সেখানের সব তথ্য সাবধানে পূরণ করুন। ছবি দেয়ার জায়গাটিতে আপনার স্ক্যান করা ছবিটি আপলোড করে দিন।

তারপর Save And Continue তে ক্লিক করে পরবর্তি পেজ থেকে Verify and Continue তে ক্লিক করে আপনি যেখানে যেতে চান সেখানের তথ্য দিয়ে Continue তে ক্লিক করলে একটি Application Id পাবেন ওই আইডিটা সেভ করে রাখুন।

******************* Application Id টির মেয়াদ থাকবে ৫ দিন***********

৪৬৬

কোন তথ্যসূত্র নেই

আপনার জন্য প্রস্তাবিত

ইসলামিক ফাউন্ডেশন

To preach and propagate the values and ideals of Islam, the only complete code of life acceptable to the Almighty Allah, in its right perspective as a religion of humanity, tolerance and universal brotherhood and bring the majority people of Bangladesh under the banner of Islam

অফিসিয়াল ঠিকানা: অফিসিয়াল ঠিকানা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, আগারগাঁও, শের-এ- বাংলা নগর, ঢাকা -১২০৭