সংবাদ :
জাতীয় : জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- বাংলাদেশের আকাশে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ১০ জুলাই রবিবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে ইসলামিক বিশ্ব : আরাফাতে খুতবা দিবেন শায়খ ড. মুহাম্মাদ আবদুল করীম , হজের খুতবা সরাসরি সম্প্রচার হবে বাংলাসহ ১৪ ভাষায় আন্তর্জাতিক : আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী সালেহ আহমদ তাকরিমকে সংবর্ধনা প্রদান করল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন

  • টেক্সট সাইজ
  • A
  • A
  • A
  • |
  • রং
  • C
  • A
  • A
  • A

যে সমস্ত নারীদেরকে বিবাহ করা নিষিদ্ধ তার বর্ণনাঃ
প্রিন্ট
প্রকাশঃ : শনিবার ২৫/১১/২০১৭

যে সমস্ত নারীদেরকে বিবাহ করা নিষিদ্ধ তার বর্ণনাঃ

بيان المحرمات: যে সমস্ত নারীদেরকে বিবাহ করা নিষিদ্ধ তার বর্ণনাঃ

المحرمات جمع محرمة هي النساء اللاتي تحرم نكاحهن علي المرء

 

المحرمات শব্দটি محرمة এর বহুবচন, যে সমস্ত মহিলাকে বিবাহ করা পূরুষের উপর নিষেধ তাদেরকেمحرمات বলে। কোরআন মজিদ ও হাদিস শরিফের বর্ণনা অনুযায়ী নিম্ন বর্ণিত স্ত্রীলোকদেরকে বিবাহ করা حرام বা নিষেধ।

১। امهاتكم বা তোমাদের মাতা, দাদী, নানী ও দাদী-নানীর মা বা তদুর্ধ।

২। وبناتكم তোমাদের কন্যাগণ, পুত্র ও কন্যার কন্যাগণ যত নীচে হওক না কেন।

৩। واخواتكمবা তোমাদের বোনেরা (সহোদর, পিত্রীয়, মাত্রীয়) যাই হোক।

৪। وعماتكمআর তোমাদের পুপুগণ।

৫। وخالاتكمতোমাদের খালাগণ।

৬। وبنات الاخভাতিজিরা

৭। وبنات الاختভাগিনীগণ।

৮। وامهاتكم اللاتي ارضعنكمদুদু মা বা ধাইমা

৯। واخواتكم من الرضاعةদুদু বোন

১০। وامهات نسائكم স্ত্রীর মা বা শ্বাশুরী

১১। وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن فان لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم যে সব স্ত্রীর সাথে বিবাহের পর সহবাস হয়েছে সে মহিলার আগের স্বামীর মেয়েরা।

১২।وحلائل ابنائكم الذين من اصلابكم . উর্সজাত পুত্রের বিবিগণ।

১৩।وان تجمعوا بين الاختين দুই বোন, স্ত্রী ও তার ভাতিজি, স্ত্রী ও তার ভাগিনী এবং স্ত্রী ও খালা, পুপু একত্রিত করা।

১৪।والمحصنات من النساء الا ما ملكت ايمانكم . দাসী ছাড়া অপরের বিবাহাধীণ মহিলা।

১৫।ولا تنكحوا ما نكح ابائكم من ا لنساء পিতা দাদার বিবাহিত স্ত্রীগণ।

১৬।ولا تنكحوا المشركات حتي يؤمن . যে সমস্ত মহিলা ঈমান গ্রহণ করেনি।

১৭। والخامس بعد الاربعة جمعا.জীবিত চার স্ত্রীর পর পঞ্চম স্ত্রী ।

 

এ সংক্রান্ত রাসুল সাঃ এর বিভিন্ন হাদিস নিম্নে পেশ করা হল।

1. عن ابي هريرة قال قال رسول الله صلي الله عليه وسلم لا يجمع بين المرأة وعمتها ولا بين المرأة

وخالتها. متفق عليه.

2. عن عائشة قالت كان قال رسول الله صلي الله عليه وسلم يحرم من الرضاعة ما يحرم من الولادة .

رواه البخاري.

3. عن علي قال يا رسول الله صلي الله عليه وسلم هل لك بنت عمك حمزة فانها اجمل فتاة في قريش فقال له اما علمت ان حمزة اخي من الرضاعة - وان الله حرم من الرضاعة ما حرم من النسب- رواة مسلم.

 

4. عن عائشة قالت كان فيما انزل من القران عشر رضعات معلومات يحرمن ثم نسخن بخمس معلومات فتوفي وسول الله

صلي الله عليه وسلم وهي فيما يقرأ من القران. مسلم:

 

5. عن الضحاك بن فيروز الديلمي عن ابيه قال قلت يارسول الله صلي الله عليه وسلم اني اسلمت وتحتي اختان قال اختر ايتهما شئت (رواه الترمذي, وابوداود, وابن ماجه. )

 

6. عن ابن عمر ان غيلان بن سلمة الثقفي اسلم وله عشر نسوة في الجاهلية فاسلمن معه فقال النبي صلي الله عليه وسلم امسك اربعا وفارق سائرهن . (احمد, الترمذي, ابن ماجة)

৪২৮

কোন তথ্যসূত্র নেই

আপনার জন্য প্রস্তাবিত

ইসলামিক ফাউন্ডেশন

To preach and propagate the values and ideals of Islam, the only complete code of life acceptable to the Almighty Allah, in its right perspective as a religion of humanity, tolerance and universal brotherhood and bring the majority people of Bangladesh under the banner of Islam

অফিসিয়াল ঠিকানা: অফিসিয়াল ঠিকানা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, আগারগাঁও, শের-এ- বাংলা নগর, ঢাকা -১২০৭