সংবাদ :
জাতীয় : জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- বাংলাদেশের আকাশে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ১০ জুলাই রবিবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে ইসলামিক বিশ্ব : আরাফাতে খুতবা দিবেন শায়খ ড. মুহাম্মাদ আবদুল করীম , হজের খুতবা সরাসরি সম্প্রচার হবে বাংলাসহ ১৪ ভাষায় আন্তর্জাতিক : আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী সালেহ আহমদ তাকরিমকে সংবর্ধনা প্রদান করল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন

  • টেক্সট সাইজ
  • A
  • A
  • A
  • |
  • রং
  • C
  • A
  • A
  • A

হাদীসে জিব্রীল :
প্রিন্ট
প্রকাশঃ : শুক্রবার ২৯/১২/২০১৭

  • হাদীসে জিব্রীল :

===========
১. ইসলাম কাকে বলে?
২. ঈমান কাকে বলে?
৩. এহসান কাকে বলে?
৪. ক্বিয়ামতের আলামত কি কি?

 

عن عمر بن الخطاب رضى الله تعالى عنه قال: بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه اثر السفر ولا يعرف منا احد حتى جلس الى النبى صلى الله عليه وسلم. فاسند ركبتيه الى ركبتيه ووضع كفيه على فخذيه وقال يا محمد اخبرنى عن الاسلام . قال الاسلام ان تشهد ان لااله الا الله وان محمدا رسول الله و تقيم الصلاة وتؤتى الزكاة وتصوم رمضان وتحج البيت ان استطعت اليه سبيلا . قال صدقت.  فعجبناله يسأله ويصدقه. قال فاخبرنى عن الايمان. قال ان تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره. قال صدقت. قال فاخبرنى عن الاحسان. قال ان تعبد الله كأنك تراه فان لم تكن تراه فانه يراك. قال فاخبرنى عن الساعة. قال ما المسؤل عنها باعلم من السائل. قال فاخبرنى عن اماراتها. قال ان تلد الامة ربتها وان ترى الحفاة العراة العالة رعاء الشاء يتطاولون فى البنيان. قال ثم انطلق فلبثت مليا. ثم قال لى يا عمر اتدرى من السائل؟ قلت: الله ورسوله اعلم.  قال رسول الله صلى الله عليه وسلم فانه جبريل. اتاكم ليعلمكم دينكم. 

অনুবাদ : হাদীসের জিবরীল
হযরত উমার বিন খাত্তাব রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহর সা. সামনে  ছিলাম। হঠাৎ ধবধবে সাদা কাপড় পরিহিত অধিক কালো চুলওয়ালা একব্যক্তি আমাদের নিকট আবির্ভুত হলেন। সফর বা ভ্রমণের কোন আলামত তার উপর পরিলক্ষিত হয়নি। আমাদের কেউ তাকে চেনেনওনি। শেষপর্যন্ত সে রাসূলের নিকট বসে গেল। তার হাঁটুদ্বয় রাসূলের হাঁটুদ্বয়ের সাথে মিলিয়ে নিল। তার উভয় হাত রাসূলের বা নিজের উরুর উপর রেখে দিল এবং বলল,
 ১. হে মুহাম্মাদ!  আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন। নবীজি সা. উত্তর দিলেন, ইসলাম হলো- 
ক. তুমি একথার সাক্ষ্য দেবে যে, আল্লাহ ছাড়া আর কোন মা'বুদ নেই এবং হযরত মুহাম্মাদ সা. হলেন আল্লাহর রাসূল। 
খ. তুমি নামাজ কায়েম করবে। 
গ. যাকাত দেবে। 
ঘ. রমজানের রোযা রাখবে। 
ঙ. এবং বাইতুল্লাহ তথা কা'বা শরীফের হজ্জ করবে। যদি তুমি পথখরচার সামর্থবান হও। 
আগন্তুক ব্যক্তি বলল, আপনি সত্যই বলেছেন। 
হযরত উমার রাযি. বলেন,  সুতরাং তার এমন কর্ম-কান্ড ও আচরণে আমরা রীতিমতো অবাক হলাম যে, জানার জন্য রাসূলকে সা. সে প্রশ্নও করছে। আবার সে ই তাঁর উত্তরের সত্যায়ন করছে। 
২. আগন্তুক প্রশ্ন করলেন, আপনি আমাকে ঈমান সম্পর্কে অবহিত করুন। 
রাসূলুল্লাহ সা. উত্তর দিলেন যে, ঈমান হলো- তুমি বিশ্বাস রাখবে 
ক. আল্লাহর প্রতি, খ. তাঁর ফেরেশ্তাগণের প্রতি, গ. তাঁর রাসূলগণের প্রতি, ঘ. তাঁর কিতাব সমুহের প্রতি, ঙ. পরকালের প্রতি, চ. আর তুমি বিশ্বাস রাখবে তাকদীরের ভাল-মন্দের প্রতি। 
আগন্তুক বলল, আপনি সত্যই বলেছেন।
৩. আবার প্রশ্ন করল, আপনি আমাকে ইহসান সম্পর্কে অবহিত করুন।
রাসূলুল্লাহ সা. উত্তর দিলেন, ইহসান হলো- এমনভাবে আল্লাহর ইবাদাত/ উপাসনা করবে তুমি যেন তাঁকে প্রত্যক্ষ দেখছো। আর যদি না দেখো তাহলে তিনি তোমাকে দেখছেন। 
৪. আগন্তুক বলল, অাপনি আমাকে ক্বিয়ামত সম্পর্কে অবহিত করুন। রাসূলুল্লাহ সা. উত্তর দিলেন, এতদ্সম্পর্কে জিজ্ঞাসিত ব্যক্তি প্রশ্নকারীর চেয়ে অধিক জ্ঞাত নন। আগন্তুক প্রশ্ন করলেন, তাহলে আপনি আমাকে তার আলামত সমুহ সম্পর্কে অবহিত করুন। 
রাসূলুল্লাহ সা. উত্তর দিলেন, ক্বিয়ামতের আলামত হলো- ক. ক্রীতদাসী আপন প্রভুকে জন্মাবে খ. এবং তুমি খালি পা, উলঙ্গ শরীর, গরীব-নিঃস্ব ও ছাগল রাখালদেরকে বহুতলবিশিষ্ট বিল্ডিং নির্মাণে  প্রতিযোগিতা করতে দেখবে। 
উমার রাযি. বলেন, আগন্তুক ব্যক্তি চলে গেল। হুজুর সা. সুদীর্ঘ সময় অপেক্ষা  করলেন। অতঃপর তিনি আমাকে বললেন, হে উমার! তুমি কি জানো প্রশ্নকারী ব্যক্তি কে ছিলেন? আমি উত্তর দিলাম, তা আল্লাহ ও তদীয় রাসূল অধিক ভাল জানেন। রাসূলুল্লাহ সা. বললেন, তিনি ছিলেন হযরত জিবরীল অা.। তিনি তোমাদেরকে দ্বীন শিক্ষা দিতে তোমাদের সামনে এসেছিলেন। মিশকাত:১/১১

৪৩৬

কোন তথ্যসূত্র নেই

আপনার জন্য প্রস্তাবিত

ইসলামিক ফাউন্ডেশন

To preach and propagate the values and ideals of Islam, the only complete code of life acceptable to the Almighty Allah, in its right perspective as a religion of humanity, tolerance and universal brotherhood and bring the majority people of Bangladesh under the banner of Islam

অফিসিয়াল ঠিকানা: অফিসিয়াল ঠিকানা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, আগারগাঁও, শের-এ- বাংলা নগর, ঢাকা -১২০৭