সংবাদ :
জাতীয় : জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- বাংলাদেশের আকাশে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ১০ জুলাই রবিবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে ইসলামিক বিশ্ব : আরাফাতে খুতবা দিবেন শায়খ ড. মুহাম্মাদ আবদুল করীম , হজের খুতবা সরাসরি সম্প্রচার হবে বাংলাসহ ১৪ ভাষায় আন্তর্জাতিক : আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী সালেহ আহমদ তাকরিমকে সংবর্ধনা প্রদান করল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন

  • টেক্সট সাইজ
  • A
  • A
  • A
  • |
  • রং
  • C
  • A
  • A
  • A

প্রশ্নঃ ব্যবহারিক জীবনে কোন কাজগুলো নিষিদ্ধ?
প্রিন্ট
প্রকাশঃ : মঙ্গলবার ২৮/০৮/২০১৮

কতিপয় নিষিদ্ধ কাজ, যা আমরা সবসময় করি অথচ জানিনা যে, এগুলো করা হারামঃ

* দাঁড়িয়ে জুতা পরা যাবে না।
          দলিলঃ  আল হাদিস (সুনানে আবু দাউদঃ ৪১৩৭, আত তিরমিজিঃ ১৮৮৫, ইবনে মাজাহঃ ৩৬৮১) 

* গোসলখানায় প্রসাবকরা যাবে না।
                       দলিলঃ  আল হাদিস (ইবনে মাজাহঃ ৩০৪)

* কেবলামুখি বা তার উল্টো হয়ে প্রসাব, পায়খানা করা যাবে না।
                       দলিলঃ  আল হাদিস (সহিহ বুখারিঃ ৩৯৫, নাসায়ীঃ ২১,আত তিরমিজিঃ ৮)
* গুলি বা তীরের নিশানা প্রশিহ্মণের জন্য প্রাণী ব্যাবহার করা যাবে না।
                      দলিলঃ   আল হাদিস (মুসলিমঃ ৫১৬৭, সুনানে আবু দাউদঃ ২৮১৭, ইবনে মাজাহঃ ৩১৭০,

                         আত তিরমিজিঃ ১৪০৯)
* ইয়াহুদি, খ্রিষ্টান ও মুশরিক কাউকে বিয়ে করা যাবে না।
                        দলিলঃ        আল কোরআন (সূরা আন নিসা/নুর)
* স্বামী ব্যাতিত অন্য কারোর জন্য সাজগোজ করা হারাম।
                         দলিলঃ      আল কোরআন (আহজাবঃ ৩৩)
* মুর্তি কেনা, বেঁচা, পাহারা দেওয়া হারাম।
                         দলিলঃ      আল কোরআন (মায়েদাহঃ ৯০, ইবরাহীমঃ ৩৫)
* কারো মুখমণ্ডলে আঘাত করা যাবে না।
                      দলিলঃ        আল হাদিস (মুসলিমঃ ৬৮২১, আবু দাউদঃ ৪৪৯৬, আহমদঃ ৫৯৯১)
* কাপড় পরিধাণ থাকা সত্তেও কারো গোপন অঙ্গের জায়গার
      দিকে দৃষ্টিপাত করা যাবে না।
                   দলিলঃ  আল হাদিস (মুসলিমঃ ৭৯৪, তিরমিজিঃ ২৭৯৩, ইবনে মাজাহঃ ৬৬১, আহমদঃ ১১৫০১)
*  কারো নামে কসম করা যাবে না। বাপদাদার নাম, কারো হায়াত, মসজিদ বা কোরআন এর         নামে কসম করা, মাথায় নিয়ে সত্যতা প্রকাশ করা যাবে না।
                       দলিলঃ      আল হাদিস (আবু দাউদঃ ৩২৫০, নাসায়ীঃ ৩৭৭৮)
* কোন প্রাণীকে আগুনে পুড়িয়ে মারা যাবে না।
                      দলিলঃ      আল হাদিস (আবু দাউদঃ ২৬৭৭, আহমদঃ ১৬০৩৪)
* যারা এগুলো করে তারা জান্নাতের গন্ধও পাবে না।
                      দলিলঃ  আল হাদিস (আবু দাউদঃ ৩৬৬৮, ইবনে মাজাহঃ ২৫২, সহিহ জামে আলবানীঃ ৬১৫৯)


উপরোক্ত কাজগুলো থেকে সাবধান হতে হবে। 
 "হে আমার প্রতিপালক!
আপনি নিজ হাতে আমাদেরকে অনুগ্রহ দান করুন এবং আমাদেরকে যাবতীয় অশ্লীল কাজ থেকে বেচেঁ থাকার তৌফিক দান করুন।

৩৮৯

কোন তথ্যসূত্র নেই

আপনার জন্য প্রস্তাবিত

ইসলামিক ফাউন্ডেশন

To preach and propagate the values and ideals of Islam, the only complete code of life acceptable to the Almighty Allah, in its right perspective as a religion of humanity, tolerance and universal brotherhood and bring the majority people of Bangladesh under the banner of Islam

অফিসিয়াল ঠিকানা: অফিসিয়াল ঠিকানা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, আগারগাঁও, শের-এ- বাংলা নগর, ঢাকা -১২০৭