সংবাদ :
জাতীয় : জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- বাংলাদেশের আকাশে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ১০ জুলাই রবিবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে ইসলামিক বিশ্ব : আরাফাতে খুতবা দিবেন শায়খ ড. মুহাম্মাদ আবদুল করীম , হজের খুতবা সরাসরি সম্প্রচার হবে বাংলাসহ ১৪ ভাষায় আন্তর্জাতিক : আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী সালেহ আহমদ তাকরিমকে সংবর্ধনা প্রদান করল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন

  • টেক্সট সাইজ
  • A
  • A
  • A
  • |
  • রং
  • C
  • A
  • A
  • A

খাবারের সময় বিভিন্ন সুন্নত ও আদব - ৩
প্রিন্ট
প্রকাশঃ : বুধবার ১৯/০৯/২০১৮

# খাবারের সময় বিভিন্ন সুন্নত ও আদব # হতে- ৩ 
'
হাদিস শরীফ
عن جابر قال ان النبي صلى الله عليه وسلم امر بلعق الاصابع والصحف ة وقال انكم لا تدرون في اية البركة . 
رواه مسلم، مشكوة، ص: ٣٦٣.

হযরত জাবের রা থেকে বর্ণিত তিনি বলেন, রাসূল সা খাবারের পর আঙ্গুল ও প্লেট চেটে খাওয়ার নির্দেশ দিয়েছেন। এ সময় তিনি আরো বলেছেন খাদ্যের কোন অংশে বরকত নিহিত আছে তা তোমরা কেউ জানো না। 
সহীহ মুসলিম॥ মিশকাত ৩৬৩। 

২২. বেশী গরম খাবার না খাওয়া, খাদ্যের মধ্যে ফুখ না দেয়া এবং শুখিয়ে না চাওয়া। 

২৩. খাবারের সময় ভালো ভালো কথা বলা যায়। জেনে বুঝে খাদ্য গ্রহণ করা উত্তম। চুপ থাকা অগ্নি পুজারীদের পন্থা। 

২৪. তবে খানা খাওয়ার সময় এমন কথা বলা অনুচিত, যার দ্বারা মানূষের শক বা ঘৃণা জাগে। যেমন جلاب (দেহাপসারনী) پیچش (আমাশয় রোগ) قیے (বুমি)  ইত্যাদি। 

২৫. খানা শেষে ভাল করে আঙ্গুল চেটে খাওয়া। চাটার সময় আঙ্গুল জোট না করা। অন্যতাই শয়তান আঙ্গুল চুষে নিবে। 

২৬. প্রথম মধ্যমা আঙ্গুল, তারপর শাহাদাত আঙ্গুল, এরপর বৃদ্ধাঙ্গুল ও অন্যান্য আঙ্গুল এবং বর্তনও চেটে নিবে। 

হাদিস শরীফে বর্ণিত রয়েছে, খাবার শেষে যে ব্যক্তি বর্তন চেটে খাবে, তাহলে সেই প্লেট ঐ ব্যক্তির জন্য দোয়া করে এবং বলে আল্লাহ পাক তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিন যেভাবে তুমি আমাকে শয়তান থেকে স্বাধীন রেখেছ। 
عن نبيشة قال قال رسول الله صلى الله عليه وسلم من اكل في قصعة ثم لحسها تقول له القصعة اعتقك الله من النار كما اعتقتنئ من الشيطان. رواه رزين.
অপর বর্ণনায় আছে প্লেট তার জন্য গুণাহ মাফ চাই استغفار করে। 

عن نبيشة عن رسول الله صلى الله عليه وسلم قال من اكل في قصعة فلحسها استغفرت له القصعة .
رواه احمد والترمذي وابن ماجه والدارمي، مشكوة، ص: ٣٦٦.

অর্থাৎ রাসূল সা বলেছেন যে যদি কেহ কোনো পেয়ালা তথা পাত্রের মধ্যে খাবার খেয়ে পাত্রটি লেহন করে / চেটে খাই, তাহলে পাত্রটি তার জন্য আল্লাহর কাছে গুণাহ মা'ফ চাই। 

২৭. খাবারের পর দাঁত খেলাল করে নিয়া সুন্নত। 

২৮. খাবার পর নিম্নোক্ত দোয়া পড়া 
الحمد لله الذي اطعمنا وسقانا وجعلنا من المسلمين. 

২৯. কোন ব্যক্তি খানা খাওয়ালে নিম্নের দোয়া পড়বে: 
اللهم اطعم من اطعمني واسق من سقاني.

৩০. খাবার শেষে এই দোয়াও পড়া যায়: 

اللهم بارك لنا فيه واطعمنا خيرا منه.

৩১. দুধ পান করার পর এই দোয়া পাঠ করবে। 

اللهم بارك لنا فيه وزدنا منه، ابن ماجه. 

৩২. যে থালা বা পাত্রের মধ্যে খানা খাওয়া হয়, যদি উহাকে ধৌত করে পান করা হয়, তবে একটা গোলাম আজাদ করার সাওয়াব হয়। نزهة المجالس গ্রন্থে লেখা হয় যে, চল্লিশ জন আরবি গোলাম আজাদের সাওয়াব পাবে। 
(فیضان سنت)

২৮৪

কোন তথ্যসূত্র নেই

আপনার জন্য প্রস্তাবিত

ইসলামিক ফাউন্ডেশন

To preach and propagate the values and ideals of Islam, the only complete code of life acceptable to the Almighty Allah, in its right perspective as a religion of humanity, tolerance and universal brotherhood and bring the majority people of Bangladesh under the banner of Islam

অফিসিয়াল ঠিকানা: অফিসিয়াল ঠিকানা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, আগারগাঁও, শের-এ- বাংলা নগর, ঢাকা -১২০৭