সংবাদ :
জাতীয় : জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- বাংলাদেশের আকাশে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ১০ জুলাই রবিবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে ইসলামিক বিশ্ব : আরাফাতে খুতবা দিবেন শায়খ ড. মুহাম্মাদ আবদুল করীম , হজের খুতবা সরাসরি সম্প্রচার হবে বাংলাসহ ১৪ ভাষায় আন্তর্জাতিক : আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী সালেহ আহমদ তাকরিমকে সংবর্ধনা প্রদান করল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন

  • টেক্সট সাইজ
  • A
  • A
  • A
  • |
  • রং
  • C
  • A
  • A
  • A

দুনিয়ার মোহে আবদ্ধ হওয়া উচিত নয় ।
প্রিন্ট
প্রকাশঃ : বৃহস্পতিবার ২১/১২/২০১৭

অল্পে তুষ্ট থাকা :

মুমিন মাত্রেরই করণীয় হচ্ছে অল্পে তুষ্ট থাকাআল্লাহ প্রদত্ত হালাল রূযী যত অল্পই হোক না কেন তাতে সন্তোষ প্রকাশ করতঃ শুকরিয়া আদায় করলে দুনিয়ার ধন-সম্পদের মোহ তাকে বিভ্রান্ত করতে পারবে নাঅল্পে তুষ্ট থাকা সম্পর্কে রাসূল (ছাঃ) বলেন-,قَدْ أَفْلَحَ مَنْ هُدِىَ إِلَى الإِسْلاَمِ وَرُزِقَ الْكَفَافَ وَقَنِعَ بِهِ

অর্থাৎ -‘সফলকাম হয়েছে সেই ব্যক্তি, যাকে ইসলামের দিকে হেদায়াত দেয়া হয়েছে, প্রয়োজন মাফিক রিযিক দান করা হয়েছে এবং তাতেই সে পরিতুষ্ট থাকে (ইবনু মাজাহ হা/৪১৩৮)

উল্লেখ্য যে, নিম্ন অবস্থানের দিকে গভীর দৃষ্টিতে দেখলে নিজের অবস্থার জন্য সান্ত্বনা খুঁজে পাওয়া যাবেআর উপরের দিকে তাকালে নিজের দৈন্যদশার জন্য কেবল আফসোস বাড়বে এবং নিজেকে হতভাগ্য মনে হবেপরিণামে মনের অজান্তেই আল্লাহর অকৃতজ্ঞ বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাবেযা মুমিনকে ব্যর্থতার অতলে ডুবিয়ে দিতে পারে

শোকর আদায়কারী ধনী এবং সহনশীল গরীব এদের মধ্যে কে উত্তম? উত্তম হল যে বেশী পরহেজগার, উভয়ে যদি পরহেজগার হয় তবে কে বেশী মর্যাদাশীল এখানে ধনী-গরীবের মর্যাদার কথা বলা হয়নি, বলা হয়েছে পরহেজগার ব্যক্তিই আল্লাহর নিকট সম্মানিতআল্লাহ পাক এরশাদ করেন -  إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ  অর্থ: তোমাদের মধ্যে সেই আল্লাহর কাছে অধিক সম্মানিত যে অধিক আল্লাহ ভীরু  (সূরা আল হুজুরাতঃ১৩)

সুতরাং সবুর এবং শোকরের মূল ভিত্তিই হল তাকওয়াএ জন্য ধনী-গরীব উভয়ের মধ্যে  পরহেজগারি থাকাটা জরুরী ।ধনীরা অবশ্যই তার  অর্থ-সম্পদের  শুকরিয়া আদায় করবে আর গরীবরা অবশ্যই ধৈর্যের পরিচয় দিবেকখনো এভাবে বলা ঠিক হবেনা যে ধনী গরীবের উপর মর্যাদাশীল অথবা গরীব ধনীর উপর মর্যাদাশীল

উপসংহার :পরিশেষে দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, অর্থের লোভ আজ মানুষকে পশুত্বের স্তরে পৌঁছে দিয়েছেসম্পদশালীর ঔদ্ধত্য আর সীমাহীন অহংকারে পর্যুদস্ত হচ্ছে ক্ষমতাহীন গরীব ও অসহায় মানুষঅর্থনৈতিক বৈষম্যের যাঁতাকলে পিষ্ট হচ্ছে মানবতাঅর্থ-বিত্তের মাঝে হাবুডুবু খাওয়া মানুষগুলো যেন একটি বারের জন্যও চিন্তা করার সময় পায় না আখেরাতের অন্তহীন জীবনএবং প্রভূর বিধানের নির্দেশ মেনে বের করে না যাকাত ও ওশরপাশে দাঁড়ায় না হতদরিদ্র ইয়াতীম ও অসহায় মানুষেরবরং সম্পদ বৃদ্ধির পিছনে এরা এতটাই ব্যস্ত যে, এদের জীবনের লক্ষ্যই যেন অর্থোপার্জন।পরকাল তাদের কোন বিবেচ্য বিষয় নয় ।

২৯৪

কোন তথ্যসূত্র নেই

আপনার জন্য প্রস্তাবিত

ইসলামিক ফাউন্ডেশন

To preach and propagate the values and ideals of Islam, the only complete code of life acceptable to the Almighty Allah, in its right perspective as a religion of humanity, tolerance and universal brotherhood and bring the majority people of Bangladesh under the banner of Islam

অফিসিয়াল ঠিকানা: অফিসিয়াল ঠিকানা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, আগারগাঁও, শের-এ- বাংলা নগর, ঢাকা -১২০৭