সংবাদ :
জাতীয় : জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- বাংলাদেশের আকাশে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ১০ জুলাই রবিবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে ইসলামিক বিশ্ব : আরাফাতে খুতবা দিবেন শায়খ ড. মুহাম্মাদ আবদুল করীম , হজের খুতবা সরাসরি সম্প্রচার হবে বাংলাসহ ১৪ ভাষায় আন্তর্জাতিক : আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী সালেহ আহমদ তাকরিমকে সংবর্ধনা প্রদান করল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন

  • টেক্সট সাইজ
  • A
  • A
  • A
  • |
  • রং
  • C
  • A
  • A
  • A

বিস্ময়কর ক্বোরআনী জ্ঞানে সমৃদ্ধ মহিলার গল্প।শেখ মোঃ মোশাহিদ আলী
প্রিন্ট
প্রকাশঃ : শনিবার ২৮/১০/২০১৭

 

 

যুগের শ্রেষ্ট মোহাদ্দীস আব্দুল্লাহ ইবনুল মোবারক দেখলেন বায়তুল্লাহ শরীফের আংগীনায় জীর্ণ শির্ণ এক অশীতিপর বৃদ্ধা মহিলা কিংকর্তব্যবিমূঢ় অবস্থায় তিনি বসে আছেনইবনুল মোবারক তাকে সালাম আরজ করলেন সচরাচর পদ্ধতিতেالسلام عليكم و رحمة الله و براكاته অর্থাৎ -তোমার উপর আল্লাহর শান্তি রহমত ও বরকত বর্ষিত হোকজবাবে বৃদ্ধা ক্বোরআনের আয়াত প্রয়োগ করলেন-سلام قولا من رب الرحيم পরম করুনাময় প্রভূর পক্ষ থেকে শান্তই

আব্দুল্লাহ ইবনুল মোবারক নিজ ভাষায় প্রশ্ন করলেন-من اين انت؟ আপনি কোথা থেকে এখানে?

মহিলা-سبحان الذي اسري بعبده ليلا من المسجد الحرام الي المسجد الاقصي পবিত্রতম সত্ত্বা যিনি আপন বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আক্বসায় ভ্রমন করিয়েছেন অর্থাৎ বুঝাতেচাইলেন তিনি মসজিদুল আক্বসার ভূমি তথা ফিলিস্তিন থেকে এসেছেন

ইবনুল মোবারক-كيف جءت ههنا আপনি এখানে কি করে আসলেন?

বৃদ্ধা- ومن يضل الله فلن تجد له سبيلا আল্লাহ যাকে পথহারা করেন তার জন্য তুমি পথ পাবে নাআয়াতে কোরআন তিলাওয়াত করে মহিলা বুঝিয়ে দিলেন তিনি পথ ভুলে এখানে এসেছেন

ইবনুল মোবারক-ماذا تاكلين؟ আপনি কি খাবার খান ?(এখানে তো খাবারের কোন আয়োজন দেখছিনা?)

বৃদ্ধা-هوا الذي يطعمني و يسقين সে সত্ত্বা (আল্লাহ) আমাকে খাওয়ান,পান করানকোরা'নী আয়াতের মাধ্যমে মহিলা ইবনুল মোবারকের জবাবে বুঝিয়ে দিলেন আল্লাহ আমাকে খাওয়ান,আল্লাহ ই আমাকে পান করান

ইবনুল মোবারক- هذه طعام لك تاكلين؟এটি আপনার জ্ন্য খাবার ,আপনি গ্রহন করুন।

মহিলা- اتموا صيامكم الي الليلতোমরা তোমাদের রোযা কে রাত পর্যন্ত পূর্ণ কর।মানে তিনি বুঝিয়ে দিলেন যে আমি রোযা।

ইবনুল মোবারক- منذ ايام انت هناة؟আপনি কতদিন যাবত এখানে?

মহিলা- ان الا تكلم الناس ثلاث لايال سوياতিন দিন তিন রাত মানুষের সাথে কথা না বলতে ।মানে আয়াত দ্বারা মহিলা বুঝিয়ে দিলেন পূর্ণ তিন দিন তিন রাত ধরে তিনি এখানে আছেন।

ইবনুল মোবারক -كيف تتوضين আপনি কিভাবে অজু করেন?(এখনে তো জলের ব্যবস্থা দেখছি না?)

বৃদ্ধা-فلم تجدوا ماء فتيمموا سعيدا طيبا মুসাফি,ও রুগী ব্যক্তি পানি না পেলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করবেমানে মহিলা এবার ও কোরআনের আয়াত দ্বারাই বুঝিয়ে দিলেন যে, আমি তায়াম্মুম করে নামাজ আদায় করিযেহেতু আমি মোসাফির

ইবনুল মোবারক-ااجعل لك راكبا لان تذهب الي بلادك؟ আমি কি আপনাকে দেশে যাওয়ার জন্য বাহন আনব?

বৃদ্ধা-و من تطوع خيرا فان الله شاكر عليم যে কোন ভাল কাজ সম্পন্ন করে আল্লাহ সে কৃতজ্ঞ পরায়ন ব্যক্তির ব্যাপারে জ্ঞাত আছেন।(কোরা'নের আয়াত পাঠ করে মহিলা বুঝি দিলেন তুমি যদি আমার যাওয়ার ব্যবস্থার মত ভাল কাজ টি কর তাহলে আল্লাহ তোমাকে প্রতিদান দিবেন।)

বাহন যোগার করে ইবনুল মোবারক মহিলাকে বললেন-هذا مركب مستعد لك فسعدي এই আপনার বাহন প্রস্তুত আপনি আরোহন করুন

বৃদ্ধা বাহনে আরোহন করতে বাহন নড়েচড়ে যাওয়ায় মহিলা কিঞ্চিত কষ্ট পেয়ে আয়াত তিলাওয়াত করলেন- وما اصابتكم من مصيبة فمن ما كسبت ايدكم তোমাদের উপর যে মসিবত আপতিত হয় তা নিজের ই কষ্টার্জিত

ইবনুল মোবারক বাহনটিকে স্থির করে দিয়ে আবার আরোহন করার জন্য অনুরোধ করলেন,এবং কোরআনের অগাধ জ্ঞানে সমৃদ্ধ মহিলার প্রতি শ্রদ্ধাভরে একদৃষ্টে তাকিয়ে রইলেন।তখন ই মহিলা তিলাওয়াত করে উঠলেন- قل للموءمنين يغضون من ابصارهم و يحفظ فروجهم মোমিনদের কে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত করে,আর যৌনাংগ গুলুর হেফাজত করে।আব্দুল্লাহ ইবনুল মোবারক লজ্জিতবোধ করে সাথে সাথে দৃষ্টি অবনত করে নিলেন।

মহিলা আরোহন করে ই আয়াত তিলাওয়াত করলেন- سبحان الذي سخر لنا هذا وما كنا له بمقرنين পবিত্রতম সে সত্ত্বা যিনি আমাদের জন্য এটি বশিভূত করে দিয়েছেন,যা আমরা অনূগত করতে পারতামনা।

ইবনুল মোবারক- لما لا تتكلمين بلسانك؟ আপনি নিজ ভাষায় কথা বলেন না কেন?

বৃদ্ধা মহিলা- ما يلفظ من قول الا لديه رقيب عتيدযে কথা ই বলা হোক না কেন সব কিছু ই তাঁর (আল্লাহর) কাছে পরিদৃষ্ট হয়।সুতরাং যা জমা হয় তা তাঁর (কোরআনের)ভাষায় ই সংরক্ষিত হোক।তাই আমি নিজের ভাষা ব্যবহার করি না।

পথ চলতে ইবনুল মোবারক- هل لك من زوج؟ আপনার কি স্বামী আছেন?

মহিলা- لا تساءل عن اشياء ان تبدي لكم تسوءكمএমন বিষয়ে প্রশ্ন করোনা যা প্রকাশ হলে তোমাদের ই ক্ষতি হবে।

ইবনুল মোবারক- هل لك من اولاد؟ আপনার কি ছেলে সন্তান আছে?

মহিলা- المال والبنون زينة الحياة الدنياমালামাল ও ছেলে সন্তান দুনিয়ার সৌন্দর্য।অর্থাৎ এগুলো আমার ও আছে।

ইবনুল মোবারক- ما اسم اولادك؟আপনার সন্তান দের নাম কি?

মহিলা- وكلم الله موسي تكليما.و نديناه ان يا ابراهيم.يا يحي خذ الكتاب بقوةপর পর তিনটি আয়াত তিলাওয়াত করে মহিলা বুঝিয়ে দিলেন ,তার সন্তানের নাম-মুছা,ইবরাহিম ও ইয়াহয়া।

মহিলাকে আপন দেশে পৌঁছিয়ে দিয়ে ইবনুল মোবারক দেখেন- ياتون ها الاولاد كالاقمار ছেলে গুলো যেন চাঁদের মত মহিলার কাছে আসছে।মহিলা তার ছেলেদের কে বলছেন-

মহিলা- فابعثوا احدكم بورقكم هذه الي المدينة فاءتي ايها ازكي طعماএ মুদ্রাগুলো নিয়ে তোমাদের কেহ শহরে যাও এবং উতকৃষ্ট খাবার নিয়ে আস।বাজার থেকে খাবার নিয়ে এলে মহিলা ইবনুল মোবারকের নিকট খাবার হাজির করে বলেন- كلوا واشربوا بما اسلفتم من ايام خاليهইবনুল মোবারক অবাক বিস্ময়াভিভূত হয়ে ছেলেদের কে বললেন-

ইবনুল মোবারক- و الله هذه حرام عندي حتي لا تخبروإني في شانهশপথ খোদার এ খাবার আমার জন্য হারাম যতক্ষন না এ মহিলার প্রকৃত খবর আমাকে না দেবে।

ছেলেগন- هذه امنا لم تتكلم منذ اربعين سنة الا با القرانইনি আমাদের মহিয়ষী মা!যিনি চল্লিশ বছর পর্যন্ত পবিত্র কোরান ছাড়া একটি কথাও বলেন নি।(সুবহান আল্লাহ)

মহিলা - هذه من عندالله يوتيه من يشاء এটা আল্লাহর পক্ষ থেকে তিনি যাকে ইচ্ছা তাকে দান করেন।আল্লাহ কোরআনের এত বড় ধারক মহিলার বাসস্থান কে সমোন্নত রাখুন । আমীন।

৪৮৩

কোন তথ্যসূত্র নেই

আপনার জন্য প্রস্তাবিত

ইসলামিক ফাউন্ডেশন

To preach and propagate the values and ideals of Islam, the only complete code of life acceptable to the Almighty Allah, in its right perspective as a religion of humanity, tolerance and universal brotherhood and bring the majority people of Bangladesh under the banner of Islam

অফিসিয়াল ঠিকানা: অফিসিয়াল ঠিকানা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, আগারগাঁও, শের-এ- বাংলা নগর, ঢাকা -১২০৭