সংবাদ :
জাতীয় : জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- বাংলাদেশের আকাশে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ১০ জুলাই রবিবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে ইসলামিক বিশ্ব : আরাফাতে খুতবা দিবেন শায়খ ড. মুহাম্মাদ আবদুল করীম , হজের খুতবা সরাসরি সম্প্রচার হবে বাংলাসহ ১৪ ভাষায় আন্তর্জাতিক : আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী সালেহ আহমদ তাকরিমকে সংবর্ধনা প্রদান করল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন

  • টেক্সট সাইজ
  • A
  • A
  • A
  • |
  • রং
  • C
  • A
  • A
  • A

অপ্রাপ্ত বয়স্ক সন্তানেরাও কি কবরে পরীক্ষায় পড়বে?
প্রিন্ট
প্রকাশঃ : রবিবার ২৯/০৭/২০১৮

অপ্রাপ্ত বয়স্ক সন্তানেরা কবরে ফেতনায় পড়বে কি না ? এ ব্যাপারে আবু হোরায়রা বর্ণিত একটি রেওয়াত রয়েছে-انه كان يصلي علي المنفوش ما عمل خطيءة قط فيقول الهم اجره من عذاب القبر الانتهي অর্থাৎ নিশ্চয় তিনি এমন অপ্রাপ্ত বয়স্ক সন্তানের জানাযা আদায় করলেন যে কখন ও পাপ কার্য সম্পন্ন করেনি । অতঃপর বলেন হে আল্লাহ তাকে কবরের শাস্থি থেকে রক্ষা কর । এ হাদীছের আলোকে প্রতিয়মান হয় যে, কবরে অপ্রাপ্ত বয়স্ক শিশুরা ও জিজ্ঞাসাবাদের সম্মোখীন হবে । কিন্তু এর উত্তরে একদল ইসলামী বিশেষজ্ঞ বলেন যে কবরে শিশুদের আযাব হবে না,তবে তারা সেখানে চিন্তাগমে ও একাকীত্বের বিরহে পতিত হবে । অন্য একদল উলামায়ে কেরাম অভিমত প্রকাশ করেন য্‌ শিশুরা প্রাপ্ত বয়স্ক হলে কবরে জিজ্ঞাসাবাদ করা হবে । নবম শতাব্দির মোজাদ্দিদ আল্লামা জালাল উদ্দীন সুয়ূতি বলেন- আমি শরহে সুদুর কিতাবে প্রথম মত ই ব্যক্ত করেছিলাম । কিন্তু আমি আবু যায়েদ আব্দুর রহমান আল জাযুলির কিতাব শরহুর রিসালাতে দেখতে পেলাম তিনি দলিল উপস্থাপন করে বলেছেন মোকাল্লিফে শরীয়ত বা গায়রে মোকাল্লিফ বিশ শরীয়ত তথা প্রাপ্ত ও অপ্রাপ্ত বয়ষের সকলকে ই কবরে জিজ্ঞাসাবাদ করা হবে । অতঃপর আমি আল্লাহর রাসূল কর্তৃক তাঁর শিশু পূত্র ইবরাহিম কে দাপনের পর তালক্বিনের হাদীছে দেখতে পেলাম-يا بني القلب يحزن والعين تدمع ولا نقول ما يسح الرب انا لله وانا اليه راجعون يا بني قل الله ربي والاسلام ديني و رسول الله ابي فبكت الصحابة وبكي عمر ابن الخطاب بكاءارتفع له صوته فالتفت النبي صلي الله عليه و سلم فراي عمر يبكي والصحابة معه فقال يا عمر ما يبكيك ؟ فقال يا رسول الله هذا ولدك وما بلغ الحلم ولا يجري عليه القلم و يحتاج الي مثلك يلقنه التوحيد في مثل هذا الوقت فما حال عمر وقد بلغ الحلم وجري عليه القلم و ليس له ملقن مثلك اي شيء تكون صورته في مثل هذا الحالة؟فبكي النبي صلي الله عليه السلام و بكت الصحابة معه و نزل جبراءيل وسال النبي صلي الله عليه السلام ما قاله عمر وما رد عليهم من قوله عليه السلام فصعد جبرايل و نزل وقال ربك يقرءك السلام و يقول (يثبت الله الذين امنوا بالقول الثابت في الحياة الدنيا و الاخرة)অর্থাৎ - (আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়য়াসাল্লাম আপন পূত্র ইবরাহীম কে দাপনের পর সেখানে দাঁড়িয়ে বলছেন)হে আমার পূত্র! অন্তর চিন্তিত আর চক্ষু অশ্রুসজল। আমরা এ কথা বলবনা যাতে প্রভূ রাগান্বিত হয়ে যান । নিশ্চয় আমরা আল্লাহর ই জন্য এবং নিশ্চয় আমরা তাঁর ই দিকে প্রত্যাবর্তন করব। হে ছেলে ! তুমি বল আল্লাহ আমার প্রভূ ।আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়য়াসাল্লাম আমার পিতা । ইসলাম আমার ধর্ম । এতে সাহাবায়ে কেরাম ও ওমর রাদিয়াল্লাহু আনহুম কাঁদতে লাগলেন ,তাতে তাঁর কান্নার আওয়াজ বড় হয়ে যায় ।নবিজির দৃষ্টি আকর্ষিত হল । তিনি দেখলেন ওমর রাদিয়াল্লাহু আনহু কাদছেন ,সাহাবাগণ ও তাঁর সাথে কাঁদছেন । আল্লাহর নবী ফরমালেন হে ওমর! কিসে তোমাকে কাঁদাল ? ওমর (রাঃ)বললেন ইয়া রাসূলাল্লাহ ! ইনি আপনার সন্তান যে প্রাপ্ত বয়স্ক হননি। যার উপরে কলম চলেনি।(পাপ লিখা হয়নি) আর তাঁর জন্য আপনার মত শিক্ষাদাতা কবরের প্রশ্নের জবাব শিক্ষাদানের প্রয়োজন পড়ল ! তাহলে ওমরের কি উপায় হবে? যখন আপনার মত মহান শিক্ষাদাতা আমাকে জবাব শিক্ষা দিবেন না ? তখনকার অবস্থা আমার কেমন হবে? তাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন । সাহাবাগণ কাঁদতে লাগলেন । অমনি জিবরাইল আলাইহিস সালাম অবতীর্ণ হলেন এবং তাদের কান্নার কারণ জিজ্ঞাসা করলেন । নবীজি ওমর (রাঃ)এর কান্নার কারণ ও তার প্রশ্ন জিবরাইল (আঃ)কে শুনালেন । তিনি চলে গেলেন ।অতঃপর অবতীর্ণ হয়ে বললেন ইয়া রাসূলাল্লাহ! আল্লাহ আপনাকে সালাম প্রদান করেছেন । অতঃপর জিবরাইল (আঃ) বলতে লাগলেন আল্লাহর কালাম -(يثبت الله الذين امنوا بالقول الثابت في الحياة الدنيا و الاخرة ( আল্লাহ ঈমানদারদের ঈমানের কথাকে স্থিরিকৃত রাখবেন দুনিয়া ও আখেরাতে )অর্থাৎ যারা ঈমানের উপর সাবিত কদম থাকবে আল্লাহ পাক দুনিয়া ও আখেরাতে তথা আখেরাতের প্রথম সোপান কবরে ও তাদের কে ঈমানের উপর অটল রাখবেন । এ দায়িত্ব আল্লাহর । সুবহানাল্লাহ ।

সুতরাং কবরের জিজ্ঞাসাবাদ সত্য ,যদিও মুতা’জিলারা উহা অস্বীকার করে ।য়াল্লাহ পাক আমাদের সকল কে সেখানকার সামান সমেত কবরে যাওয়ার তাওফিক দান করুন ।

৩১০

কোন তথ্যসূত্র নেই

আপনার জন্য প্রস্তাবিত

ইসলামিক ফাউন্ডেশন

To preach and propagate the values and ideals of Islam, the only complete code of life acceptable to the Almighty Allah, in its right perspective as a religion of humanity, tolerance and universal brotherhood and bring the majority people of Bangladesh under the banner of Islam

অফিসিয়াল ঠিকানা: অফিসিয়াল ঠিকানা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, আগারগাঁও, শের-এ- বাংলা নগর, ঢাকা -১২০৭