সংবাদ :
জাতীয় : জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- বাংলাদেশের আকাশে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ১০ জুলাই রবিবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে ইসলামিক বিশ্ব : আরাফাতে খুতবা দিবেন শায়খ ড. মুহাম্মাদ আবদুল করীম , হজের খুতবা সরাসরি সম্প্রচার হবে বাংলাসহ ১৪ ভাষায় আন্তর্জাতিক : আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী সালেহ আহমদ তাকরিমকে সংবর্ধনা প্রদান করল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন

  • টেক্সট সাইজ
  • A
  • A
  • A
  • |
  • রং
  • C
  • A
  • A
  • A

আক্বিদা বিশুদ্ধকরণ ।
প্রিন্ট
প্রকাশঃ : শুক্রবার ১৭/১১/২০১৭

সূচনাঃ আল আক্বিদাতু শব্দটি একবচন, বহুবচনে عقاءد  ।শাব্দিক অর্থ - আন্তরিক মজবুত বিশ্বাস। আক্বদুন শব্দ থেকে এর অর্থ-অংগীকার, চুক্তি,বন্দন ইত্যাদি।

পারিভাষিক অর্থ -العقيدة ــ الحكم الذي لا يقبل الشك فيه لدي معتقيده আক্বিদা হচ্ছে ঐ  বিশ্বাস যে ,বিশ্বাসীর কাছে কোন সন্দেহ গ্রহন যোগ্য নয়।ইসলামী শরীয়তের পরিভাষায় আক্বিদা হলো -আমল নয়, ঐ বিশ্বাস যা সন্দেহ ক্ববুল করে না।যেমন- وجود الله و بعثة الرسل (عليهم السالام) আল্লাহর অস্থিত্ব।রাসূল গন কে প্রেরণ ।(মু'জামুল ওয়সীত)

আক্বিদার গুরুত্বঃ ইসলামী শরীয়তে আক্বিদা এমন একটি বিষয়, যা পরিশুদ্ধ নাহলে শরীয়তের কোন কাজ কর্ম আল্লাহর কাছে গ্রহন যোগ্য নয়।সে ও ইসলামের অন্তর্ভুক্ত নয়।যেমন আল্লাহ পাক এরশাদ করেন-عاملة ناصبة আমল করে ক্লান্ত ক্লিষ্ট ব্যক্তি। تصلي نارا حامية  প্রজ্জ্বলিত অগ্নি কূন্ডে প্রবেশ করবে।(সূরা গাশিয়া)এখানে আক্বিদাহীন আমলের কথা বলা হয়েছে।নবীজি আবু হোরায়রা বর্নিত এক হাদীছে ঘোষণা করেন-আমি মুহাম্মদের প্রান যে সত্ত্বার হাতে,তার শপথ।এ উম্মতের কেউ ইয়াহুদী কিংবা নাসারা যে ই হোক আমার ব্যাপারে শুনার পর ও আমি যা নিয়ে এসেছি তার উপর বিশ্বাস করল না অতঃপর মৃত্যু বরণ করল;সে জাহান্নামী ছাড়া কিছু নয়।(মুসলিম)সুতরাং বুঝা গেল আক্বিদার পরিশুদ্ধি মুক্তির জন্য একান্ত অপরিহার্য।

আক্বিদার ক্ষেত্রঃ হাদীছের পরিভাষায় পরিলক্ষিত হচ্ছে- দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন ইজমালান সে সকল বিষয়ের উপর আন্তরিক বিশ্বাস স্থায়ী ভাবে পোষণ করা হচ্ছে আক্বিদার স্থল বা ক্ষেত্র।আল্লামা আব্দুল আজিজ মোহাদ্দিছে দেহলবী (রাঃ)এর মতে জরূরিয়তে দ্বীনের প্রতিটি বিষয়ের ব্যপারে দৃঢ় প্রত্যয় রাখা হচ্ছে আক্বিদা ।এ আক্বিদা ছাড়া কোন মানুষ নিজেকে মোমিন দাবী করতে পারে না ।(ফতওয়ায়ে আজিজী)

জরূরিয়াতে দ্বীনঃ- যে সকল ধর্মীয় বিষয় অকাট্য প্রত্যক্ষ দলীল আদিল্লা বা প্রমাণাদি দ্বারা প্রতিষ্টিত্‌,তাকে জরুরীয়াতে দ্বীন বলা হয়।যেমন-আল্লাহ ,রাসূল, কিতাব,ফেরেশতা, জান্নাত,জাহান্নাম ইত্যাদি।

আল্লাহ চাহেতু প্রথমে ই  আমি আল্লাহর ওয়াহদানিয়তের  প্রমানাদী পরবর্তিতে ধারাবাহিক ভাবে আলোচনা করার আশা রাখি।আল্লাহ তাওফিক্ব দাতা।

 

৩১৫

কোন তথ্যসূত্র নেই

আপনার জন্য প্রস্তাবিত

ইসলামিক ফাউন্ডেশন

To preach and propagate the values and ideals of Islam, the only complete code of life acceptable to the Almighty Allah, in its right perspective as a religion of humanity, tolerance and universal brotherhood and bring the majority people of Bangladesh under the banner of Islam

অফিসিয়াল ঠিকানা: অফিসিয়াল ঠিকানা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, আগারগাঁও, শের-এ- বাংলা নগর, ঢাকা -১২০৭