সংবাদ :
জাতীয় : জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- বাংলাদেশের আকাশে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ১০ জুলাই রবিবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে ইসলামিক বিশ্ব : আরাফাতে খুতবা দিবেন শায়খ ড. মুহাম্মাদ আবদুল করীম , হজের খুতবা সরাসরি সম্প্রচার হবে বাংলাসহ ১৪ ভাষায় আন্তর্জাতিক : আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী সালেহ আহমদ তাকরিমকে সংবর্ধনা প্রদান করল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন

  • টেক্সট সাইজ
  • A
  • A
  • A
  • |
  • রং
  • C
  • A
  • A
  • A

সালাম ইসলামের শিয়ার বা নিদর্শন ।
প্রিন্ট
প্রকাশঃ : মঙ্গলবার ০২/০১/২০১৮

পৃথিবীতে প্রতিটি সভ্য জাতি যখন নিজেরা পরস্পরের সাথে মিলিত হয় তখন অভিবাদন মূলক একটি বাক্য উচ্চারণ করে থাকে ।ইসলাম এমন ই একটি জীবন বিধান যা পরস্পর কে ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করার মানসে সালামের প্রবর্তন করেছে যা সকল জাতির অভিবাদন ও শুভেচ্ছা বাক্য থেকে সম্পুর্ণ ব্যতিক্রম ও হৃদয় গ্রাহি ।আবেদনের ক্ষেত্রে সালামের মত এত সুন্দর সাবলিল বাক্য নিতান্তই বিরল ।মহান আল্লাহ পাক অভিবাদনের ক্ষেত্রে কালামে পাকে এরশাদ ফরমান-اذا حيتم بتحية فحيوا باحسن منها او ردوها . ان الله كان علي كل شيء حسيبا  অর্থাৎ -যখন কেউ তোমাদের কে অভিবাদন জানায় তখন তোমরা তার চেয়ে উত্তম অভিবাদন জানাও; অথবা অন্তত তার মত অভিবাদন জ্ঞাপন কর ।নিশ্চয় আল্লাহ সর্ব বিষয়ে হিসাব গ্রহন কারী ।

নমুনা হিসেবে আমরা আল্লাহর কালামে উল্লেখিত অনেক  অভিবাদনের মধ্য থেকে  একটি আয়াত প্রত্যক্ষ করতে পারি سلام علي ابراهيم. অর্থাৎ ইবরাহিমের উপর সালাম বা শান্তি বর্ষিত হোক ।এভাবে অনেক নবী আলাইহিমুস সালাম কে আল্লাহ সালাম দিয়েছেন।আমাদের দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকেই সালাম দেয়ার পদ্ধতি অজস্র হাদীস দ্বারা বর্ণনা করেছেন। উলামায়ে উম্মত সর্ব সম্মতিক্রমে সালাম দেয়া সুন্নাত এবং জবাব প্রদান করা ওয়াজিব সাব্যস্থ করেছেন । সালাম জানাবেالسلام عليكم বলে ।উত্তর প্রদান করবে -السلام عليكم و رحمة الله  বলে ।এটি হচ্ছে অপর মুমিন ভাইয়ের জন্য কুশল শান্তি ও নিরাপত্তা কামনার দোয়া ।

বিধান -নামায, পানাহার ,মলমূত্র ত্যাগ, পানাহার,কোরান তিলাওয়াত ও কবীরা গোনাহে রত,ও আযান দাতা ব্যক্তিকে সালাম দেয়া যাবে না ।

আর কাফের ব্যক্তিকে সালাম দেয়া সম্পূর্ণ হারাম । ( চলমান )

৩৪২

কোন তথ্যসূত্র নেই

আপনার জন্য প্রস্তাবিত

ইসলামিক ফাউন্ডেশন

To preach and propagate the values and ideals of Islam, the only complete code of life acceptable to the Almighty Allah, in its right perspective as a religion of humanity, tolerance and universal brotherhood and bring the majority people of Bangladesh under the banner of Islam

অফিসিয়াল ঠিকানা: অফিসিয়াল ঠিকানা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, আগারগাঁও, শের-এ- বাংলা নগর, ঢাকা -১২০৭