সংবাদ :
জাতীয় : জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- বাংলাদেশের আকাশে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ১০ জুলাই রবিবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে ইসলামিক বিশ্ব : আরাফাতে খুতবা দিবেন শায়খ ড. মুহাম্মাদ আবদুল করীম , হজের খুতবা সরাসরি সম্প্রচার হবে বাংলাসহ ১৪ ভাষায় আন্তর্জাতিক : আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী সালেহ আহমদ তাকরিমকে সংবর্ধনা প্রদান করল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন

  • টেক্সট সাইজ
  • A
  • A
  • A
  • |
  • রং
  • C
  • A
  • A
  • A

নৈতিক অবক্ষয়ের অন্যতম একটি বিষয় হচ্ছে সুদ
প্রিন্ট
প্রকাশঃ : মঙ্গলবার ২৭/০৩/২০১৮

নৈতিক অবক্ষয়ের আরেকটি পর্যায় হচ্ছে সুদ ।الربا

সুদ কবিরা গুনাহ সমূহের মধ্যে অন্যতম একটি কবিরা গুনাহ বা নৈতিক অবক্ষয়। ইসলাম দ্ব্যর্থহীনভাবে সুদ অবৈধ করেছে ।এরশাদ হচ্ছে -احل الله البيع و حرم الربا

 আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল ও সুদকে হারাম করে দিয়েছেন । আভিধানিক অর্থে রিবা মানে বৃদ্ধি পাওয়া। শরিয়তের পরিভাষায় সুদ এমন প্রবৃদ্ধিকে বলা হয় যা কোন কিছুর বিনিময় ছাড়া ক্রেতা বিক্রেতা যে কোন একজনের জন্য শর্তারোপের মাধ্যমে উসুল করা হয়। আল্লাহ তায়ালা তাঁর কিতাবে রাসূল তাঁর সুন্নাহে সুদকে হারাম করেছেন। সুদ হারাম হওয়ার বিষয়ে অতীত বর্তমান সকল মনিষীগণের ইজমা প্রতিষ্টিত হয়েছে । সুতরাং তা অস্বীকার করার কারো কোন সুযোগ নাই । আল্লাহ পাক ফরমান -يا ايها الذين امنوا اتقو الله وذروا ما بقي من الربا ان كنتم مومنين. فان لم تفعلوا فاذنوا بحرب من الله و رسوله .

অর্থাৎ -হে ঈমানদার সকল! আল্লাহকে ভয় কর, এবং যেটুকু সুদ অবশিষ্ট রয়েছে তা পরিত্যাগ কর যদি তোমরা মুমিন হও। আর যদি তা না কর; তাহলে আল্লাহ তার রাসূলের বিপক্ষে যুদ্ধের ঘোষণা দাও ।(বাক্বারা -২৭৮,২৭৯)

অন্যদিকে হাদিসে পাকে এসেছে -عن جابر رضي الله عنه قال لعن رسول الله صلي الله عليه وسلم اكل الربا و موكله و شاهده و كاتبه و قال و هم سواء

অর্থাৎ -হযরত জাবের (রাঃ) থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদগ্রহিতা ,দাতা সাক্ষী ও লেখকের উপর লা’নত করেছেন ।(মুসলিম ও সুনানে তিরমিযি)

সুদ প্রকৃত পক্ষে সম্পদ বৃদ্ধি করে না বরং তা ধ্বংসের কারণ। পার্থিব জীবনে বাহ্যিক সম্পদ বৃদ্ধি দেখলে ও প্রকৃত পক্ষে আল্লাহ তার মালে বরকত উঠিয়ে নেন। আল্লাহ যদি বরকত উঠিয়ে নেন তা কতভাবে পারেন তা বান্দা কল্পনা ও করতে পারে না । দেখা যায় সুদগ্রহিতার এমন রোগ বালাই হয় যা সাধারনত অন্যের হয় না। আল্লাহ ইচ্ছা করলে এক রোগ দিয়ে কোটি টাকা কে নস্যাত করলে কারো কিছু করার আছে কি? এ জন্য বলা হয়েছে আল্লাহর কাছে সুদগ্রহিতার সম্পদ বৃদ্ধি হয় না। তদোপরী পরকালীন মর্মান্তুদ শাস্থি তো আছেই ।

কারণ সুদ গ্রহনের দ্বারা সমাজের দরিদ্রদের রক্তচোষা হয়। বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। দরিদ্ররা আরো দরিদ্র হয়। সমাজে সুদগ্রহিতার প্রতি ঘৃণার উদ্রেক হয়। সুতরাং সর্বাবস্থায় সুদ পরিত্যাজ্য এবং নিকৃষ্ট গর্হিত একটি অভ্যাস।

 

 

 

 

 

 

 

 

 

৪২০

কোন তথ্যসূত্র নেই

আপনার জন্য প্রস্তাবিত

ইসলামিক ফাউন্ডেশন

To preach and propagate the values and ideals of Islam, the only complete code of life acceptable to the Almighty Allah, in its right perspective as a religion of humanity, tolerance and universal brotherhood and bring the majority people of Bangladesh under the banner of Islam

অফিসিয়াল ঠিকানা: অফিসিয়াল ঠিকানা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, আগারগাঁও, শের-এ- বাংলা নগর, ঢাকা -১২০৭