সংবাদ :
জাতীয় : জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- বাংলাদেশের আকাশে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ১০ জুলাই রবিবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে ইসলামিক বিশ্ব : আরাফাতে খুতবা দিবেন শায়খ ড. মুহাম্মাদ আবদুল করীম , হজের খুতবা সরাসরি সম্প্রচার হবে বাংলাসহ ১৪ ভাষায় আন্তর্জাতিক : আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী সালেহ আহমদ তাকরিমকে সংবর্ধনা প্রদান করল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন

  • টেক্সট সাইজ
  • A
  • A
  • A
  • |
  • রং
  • C
  • A
  • A
  • A

চরম নৈতিক অবক্ষয়ঃ ঘুষ ।
প্রিন্ট
প্রকাশঃ : বুধবার ১১/০৪/২০১৮

নৈতিক অবক্ষয়ের চরম একটি গর্হিত কাজের নাম ঘুষ। ইসলাম ঘুষকে হারাম ঘোষণা করেছে। কারন এটা দায়িত্ববান ব্যক্তি ,মানুষের কাছ থেকে অন্যায়ভাবে গ্রহন করে থাকে। আর অবৈধভাবে কারো মাল ভক্ষন করা হারাম। ঘুষের আরবী প্রতিশব্দ হচ্ছে -الرشوه আল্লামা ইবনুল আসির রাহমাতুল্লাহি আলাইহি  বলেন -الرشوه অর্থ হল  مصانعه  এর মাধ্যমে উদ্দেশ্য হাসিল করা। 'مصانعه' মানে হল অন্যের জন্য কিছু একটা করা যার বিনিময় সে তোমার জন্য কিছু একটা করে দেবে। এটা মানুষকে অন্যায় কাজে লিপ্ত করে। সে কারণে ইমাম তাহতাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন সত্য কে অসত্য এবং অসত্য কে সত্য বানানোর জন্য মানুষ যা প্রদান করে তাকে ঘুষ বলে। ইমাম ফাইউমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন - হাকিম বা অন্য কাউকে এ উদ্দেশ্যে কিছু দেয়াকে 'لرشوه।' বলে যাতে তিনি দাতার ইচ্ছানুযায়ি রায় ঘোষণা করেন। সুতরাং ঘুষ সমাজে ফাসাদ সৃষ্টি করে।আমানত ধ্বংস করে। ব্যক্তির উপর ঘুষগ্রহিতা জুলুম করে। যাতে ঘুষ দাতার মনে ঘুষগ্রহিতার ব্যাপারে তীব্র ক্ষোভ ও ঘৃণার উদ্রেক হয়। তাই সর্বজ্ঞাতা আল্লাহ রাব্বুল ইজ্জত ফরমান -  ولا تاكلوا اموالكم بينكم با الباطل و تدلوابها الي الحكام لتاكلوا فريقا من اموال الناس با لاثم وانتم تعلمون  البقره.١٨٨  অর্থাৎ - তোমরা পরস্পরের সম্পদ অন্যায় ভাবে ভক্ষণ করো না ,এবং তোমরা জেনে শুনে অন্যায় ভাবে মানুষের কিছু অংশ ভক্ষণ করার উদ্দেশ্যে এ সম্পদ গুলো হুকুম দাতাদের কাছে উপস্থাপন করো না। (সূরা বাক্বারাঃ ১৮৮)

লোভ থেকে মূলত এ অন্যায় কাজের স্পৃহা জন্ম নেয়। তাই উভয়পক্ষই নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য উহা সম্পাদন করে থাকে। অবৈধ কার্য হাসিলের জন্য ঘুষ দেয়া হয় ,আর নিজের লোভে পরিবার পরিজন নিয়া আরামের প্রত্যাশায় ঘুষ গ্রহন করা হয়। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান -الراشي و المرتشي في النار و ايضا قال "لعنةالله علي الراشي و المرتشي. رواه ابوداود  অর্থাৎ -ঘুষ দাতা ও গ্রহিতা জাহান্নামী। তিনি আরো ফরমান -ঘুষদাতা ও ঘুষগ্রহিতার উপর আল্লাহর লা'নত ।(সুনানে আবু দাউদ)

অতএব আল্লাহর গযব ও জাহান্নামের উপাদান ঘুষ থেকে আমাদের কে অবশ্যই মুক্ত থাকতে হবে ।

৩৭১

কোন তথ্যসূত্র নেই

আপনার জন্য প্রস্তাবিত

ইসলামিক ফাউন্ডেশন

To preach and propagate the values and ideals of Islam, the only complete code of life acceptable to the Almighty Allah, in its right perspective as a religion of humanity, tolerance and universal brotherhood and bring the majority people of Bangladesh under the banner of Islam

অফিসিয়াল ঠিকানা: অফিসিয়াল ঠিকানা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, আগারগাঁও, শের-এ- বাংলা নগর, ঢাকা -১২০৭