সংবাদ :
জাতীয় : জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- বাংলাদেশের আকাশে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ১০ জুলাই রবিবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে ইসলামিক বিশ্ব : আরাফাতে খুতবা দিবেন শায়খ ড. মুহাম্মাদ আবদুল করীম , হজের খুতবা সরাসরি সম্প্রচার হবে বাংলাসহ ১৪ ভাষায় আন্তর্জাতিক : আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী সালেহ আহমদ তাকরিমকে সংবর্ধনা প্রদান করল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন

  • টেক্সট সাইজ
  • A
  • A
  • A
  • |
  • রং
  • C
  • A
  • A
  • A

কোরবানির সওয়াব ও শর্তাবলি
প্রিন্ট
প্রকাশঃ : রবিবার ২৭/০৮/২০১৭

কোরবানির ফজিলতঃ

() কোরবানি দাতা নবী ইবরাহিম . মুহাম্মদ সা.-এর আদর্শ বাস্তবায়ন করে থাকেন

() পশুর রক্ত প্রবাহিত করার মাধ্যমে কোরবানি দাতা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করেন। যেমন আল্লাহ তাআলা বলেন :

আল্লাহর নিকট পৌঁছায় না তাদের গোশত এবং রক্তবরং পৌঁছায় তোমাদের তাকওয়া। এভাবে তিনি এগুলোকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা কর এজন্য যেতিনি তোমাদের পথ-প্রদর্শন করেছেন ; সুতরাং আপনি সুসংবাদ দিন সৎকর্মপরায়ণদেরকে।’ []

() পরিবার-পরিজনআত্মীয়-স্বজনপাড়া-প্রতিবেশী অভাবীদের আনন্দ দান। আর এটা অন্য এক ধরনের আনন্দ যা কোরবানির গোশতের পরিমাণ টাকা যদি আপনি তাদের সদকা দিতেন তাতে অর্জিত হত না। কোরবানি না করে তার পরিমাণ টাকা সদকা করে দিলে কোরবানি আদায় হবে না

 

কোরবানির শর্তাবলি

(এমন পশু দ্বারা কোরবানি দিতে হবে যা শরিয়ত নির্ধারণ করে দিয়েছে। সেগুলো হল উটগরুমহিষছাগলভেড়া,দুম্বা।  গুলোকে কোরআনের ভাষায় বলা হয় ‘বাহীমাতুল আনআম।’ যেমন এরশাদ হয়েছে :

আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কোরবানির নিয়ম করে দিয়েছি ; তিনি তাদেরকে জীবনোপকরণ স্বরূপ যে সকল চতুষ্পদ জন্তু দিয়েছেন,সেগুলোর উপর যেন তারা আল্লাহর নাম উচ্চারণ করে।[] হাদিসে এসেছে :

তোমরা অবশ্যই নির্দিষ্ট বয়সের পশু কোরবানি করবে। তবে তা তোমাদের জন্য দুষ্কর হলে ছয় মাসের মেষ-শাবক কোরবানি করতে পার।[] আর আল্লাহর রাসূল সা. উটগরুমহিষছাগলভেড়াদুম্বা ছাড়া অন্য কোন জন্তু কোরবানি করেননি কোরবানি করতে বলেননি। তাই কোরবানি শুধু এগুলো দিয়েই করতে হবে

ইমাম মালিক রহ.-এর মতে কোরবানির জন্য সর্বোত্তম জন্তু হল শিংওয়ালা সাদা-কালো দুম্বা। কারণ রাসূলে কারীম সা. ধরনের দুম্বা কোরবানি করেছেন বলে বোখারি মুসলিমের হাদিসে এসেছে। উট গরু-মহিষে সাত ভাগে কোরবানি দেয়া যায়। যেমন হাদিসে এসেছে,‘আমরা হুদাইবিয়াতে রাসূলুল্লাহ .-এর সাথে ছিলাম। তখন আমরা উট গরু দ্বারা সাত জনের পক্ষ থেকে কোরবানি দিয়েছি।[] গুণগত দিক দিয়ে উত্তম হল কোরবানির পশু হৃষ্টপুষ্টঅধিক গোশত সম্পন্ননিখুঁতদেখতে সুন্দর হওয়া

 

() শরিয়তের দৃষ্টিতে কোরবানির পশুর বয়সের দিকটা খেয়াল রাখা জরুরি। উট পাঁচ বছরের হতে হবে। গরু বা মহিষ দু বছরের হতে হবে। ছাগলভেড়াদুম্বা হতে হবে এক বছর বয়সের

() কোরবানির পশু যাবতীয় দোষ ত্রুটি মুক্ত হতে হবে। যেমন হাদিসে এসেছে যে সাহাবি আল-বারা ইবনে আযেব রা. থেকে বর্ণিত তিনি বলেন : রাসূলুল্লাহ আমাদের মাঝে দাঁড়ালেন তারপর বললেন :

চার ধরনের পশু, যা দিয়ে কোরবানি জায়েজ হবে না। অন্য বর্ণনায় বলা হয়েছে পরিপূর্ণ হবে না

·      অন্ধ ; যার অন্ধত্ব স্পষ্ট,রোগাক্রান্ত ; 

·      যার রোগ স্পষ্টপঙ্গু ; 

·      যার পঙ্গুত্ব স্পষ্ট এবং আহত ;

·       যার কোন অংগ ভেংগে গেছে। নাসায়ির বর্ণনায়আহত’ শব্দের স্থলে ‘পাগল’ উল্লেখ আছে। [১০] 

আবার পশুর এমন কতগুলো ত্রুটি আছে যা থাকলে কোরবানি আদায় হয় কিন্তু মাকরূহ হবে।  সকল দোষত্রটিযুক্ত পশু কোরবানি না করা ভাল। সে ত্রুটিগুলো হল

 শিং ভাংগাকান কাটালেজ কাটাওলান কাটা,লিংগ কাটা ইত্যাদি

() যে পশুটি কোরবানি করা হবে তার উপর কোরবানি দাতার পূর্ণ মালিকানা সত্ত্ব থাকতে হবে। বন্ধকি পশুকর্জ করা পশু বা পথে পাওয়া পশু দ্বারা কোরবানি আদায় হবে না

২৫৯

কোন তথ্যসূত্র নেই

আপনার জন্য প্রস্তাবিত

ইসলামিক ফাউন্ডেশন

To preach and propagate the values and ideals of Islam, the only complete code of life acceptable to the Almighty Allah, in its right perspective as a religion of humanity, tolerance and universal brotherhood and bring the majority people of Bangladesh under the banner of Islam

অফিসিয়াল ঠিকানা: অফিসিয়াল ঠিকানা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, আগারগাঁও, শের-এ- বাংলা নগর, ঢাকা -১২০৭