সংবাদ :
জাতীয় : জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- বাংলাদেশের আকাশে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ১০ জুলাই রবিবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে ইসলামিক বিশ্ব : আরাফাতে খুতবা দিবেন শায়খ ড. মুহাম্মাদ আবদুল করীম , হজের খুতবা সরাসরি সম্প্রচার হবে বাংলাসহ ১৪ ভাষায় আন্তর্জাতিক : আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী সালেহ আহমদ তাকরিমকে সংবর্ধনা প্রদান করল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন

  • টেক্সট সাইজ
  • A
  • A
  • A
  • |
  • রং
  • C
  • A
  • A
  • A

রচনা: ঈদ উৎসব/https://mybdtips.com/
প্রিন্ট
প্রকাশঃ : সোমবার ১৭/০২/২০২০

https://mybdtips.com/


রচনা : ঈদ উৎসব

সূচনা: ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ । ঈদ নিয়ে আসে মুসলিমদের জন্য খুশির জোয়ার । ঈদ হলো মুসলিমদের জন্য সবচেয়ে বড় ধর্মীয় উৎসব । প্রত্যেক দেশের মানুষরা ঈদের দিনটি অনেক ভিন্ন ভাবে পালন করে থাকে । ঈদ পুরো বিশ্বের মুসলিমদের জন্য অনেক বড় স্পেশাল দিন ।

ঈদ উৎসব: ঈদ উৎসব বিশ্বের মুসলমানদের জন্য অনেক বড় ধর্মীম উৎসব । বছরে দু’বার এইটা হয়ে থাকে । এই দুই ঈদে মুসলিমরা অনেক বেশি মজা ও আনন্দ উৎসবে মেতে থাকেন । ঈদের দিন সকল মুসলমানরা একে অন্যের বাড়িতে যায় এবং আত্মীয় সজনরা একে অপরের বাড়িতে যায় নাস্তা পানিয় খায় ।

ঈদ-উল-ফিতর: ঈদ মুসলমানদের একটি উৎসব । এটা বছরে দু’বার হয়ে থাকে । একটি রমজান মাসের শেষে এবং অন্যটি ১০ জিলহজ্ব তারিখে আনুষ্ঠানিক ভাবে এটিকে বলা হয় ঈদ-উল-ফিতর । রমজান ইসলামী বছরের নবম মাস । মুসলমানরা পুরো মাস রোজা রাখে । রমজান মাস শেষে তাদের বাধঁ ভাঙ্গা আনন্দ হয় । প্রত্যেক মুসলিম তার আয়ের কিছু অংশ দরিদ্র এবং অসহায়দের মধ্যে ফিতরা হিসেবে বিতরণ করে । শাওয়াল মাসের ১ম দিন সকালে প্রত্যেক মুসলমান-যুকক, বৃদ্ধ, ধনি, দারিদ্র- সকলেই গোসল করে । তারা তাদের সবচেয়ে ভাল পোশাক পরিধান করে এবং জামাতে নামাজ পড়ার জন্য ঈদ গাহে যায় । নামায শেষে ইমাম খুতবা পড়েন এবং ছোটখাটো কথা বলেন । কথা শেষ হওয়ার পর তারা একে অন্যকে আলিঙ্গন করে এবং সকল খারাপ অনুভূতি এবং শত্রূতা ভুলে যায় । তারা তাদের নিজ নিজ গৃহে ফিরে ঐ দিনের জন্য তৈরি করা বিশেষ খাবার খায় । পুরো দিনটিই আনন্দ এবং মজার ভেতর দিয়ে কাটে ।

ঈদ-উল-আযহা: মুসলমানদের  দুটি ধর্মীয় উৎসবের মধ্যে ঈদ-উল-আযহা অন্যতম । ঈদ-উল-আযহা উদযাপনের মধ্য দিয়ে মুসলমানরা নবী ইব্রাহীম (আঃ) এর আত্মত্যাগের কথা স্মরণ করে । তিনি তাঁর প্রিয় সন্তান ইসমাঈল (আঃ) কে সর্বশক্তিমান আল্লাহর নামে উৎর্সগ করতে চেয়েছিলেন । সেদিন থেকে মুসলিমরা এ উৎসবকে একই ভাবে ঈদ-উল-আযহা নামে উদযাপন করে । জিলহজ্ব মাসের ১০ তারিখ সকালে সকল মুসলমান মাঠে একত্রিত হন এবং জামাতে নামাজ পড়ে । নামাজ শেষে তারা নিজ নিজ বাড়িতে ফিরে আসে। তারপর তারা আল্লাহর নামে গরু, ছাগল অথবা অন্য প্রাণী কুরবানী করে । তারা তাদের পশুর মাংসের এক অংশ বন্ধু, বান্ধব, আত্মীয়স্বজন এবং দরিদ্র প্রতিবেশিদের মাঝে বিতরণ করে । বাকিটা তারা মেহমান, বন্ধ-বান্ধব ও আত্মীয়দেরকে আপ্যায়নের জন্য রাখে ।

উপসংহার: ঈদ সারা বিশ্বের মুসলমানদের জন্য অনেক বড় উৎসব । এই দুই ঈদে সারা বিশ্বের মুসলমানরা সবাই একত্রে হয়ে থাকে । মুসলিমদের জন্য এই দুটো ঈদ অনেক বড় ধর্মীয় উৎসব । এই দুই ঈদ উৎসবই আমাদেরকে আত্মোৎসর্গ, একতা এবং ভ্রাতৃত্বের শিক্ষা দেয় । এভাবে আমরা উৎসব গুলোকে উৎসাহ এবং জাঁকজমকের সাথে পালন করি ।https://mybdtips.com/archives/642

৮৩

কোন তথ্যসূত্র নেই

আপনার জন্য প্রস্তাবিত

ইসলামিক ফাউন্ডেশন

To preach and propagate the values and ideals of Islam, the only complete code of life acceptable to the Almighty Allah, in its right perspective as a religion of humanity, tolerance and universal brotherhood and bring the majority people of Bangladesh under the banner of Islam

অফিসিয়াল ঠিকানা: অফিসিয়াল ঠিকানা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, আগারগাঁও, শের-এ- বাংলা নগর, ঢাকা -১২০৭