সংবাদ :
জাতীয় : জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- বাংলাদেশের আকাশে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ১০ জুলাই রবিবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে ইসলামিক বিশ্ব : আরাফাতে খুতবা দিবেন শায়খ ড. মুহাম্মাদ আবদুল করীম , হজের খুতবা সরাসরি সম্প্রচার হবে বাংলাসহ ১৪ ভাষায় আন্তর্জাতিক : আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী সালেহ আহমদ তাকরিমকে সংবর্ধনা প্রদান করল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন

  • টেক্সট সাইজ
  • A
  • A
  • A
  • |
  • রং
  • C
  • A
  • A
  • A

সুদ ও সুদের ভয়াবহ পরিনাম।
প্রিন্ট
প্রকাশঃ : বুধবার ১১/১০/২০১৭

ইসলামে যে সকল বিষয়াদি অকাট্য ভাবে নিষিদ্ধ সাব্যস্থ হয়েছে,সুদ তার মধ্যে অন্যতম জঘন্য একটি নিষিদ্ধ বিষয়।ইসলামী পরিভাষায় একে রিবা বলা হয়।আরবী রিবা শব্দটির অর্থ-বৃদ্ধি,অতিরিক্ত,সম্প্রসারন ইত্যাদি।পারিভাষিক অর্থ -মূল সম্পদের এক জাতীয় কিছু হাতে হাতে লেন করে সময়কে উপলক্ষ করে কিছু বেশী গ্রহন করা।প্রদেয় কিছু সম্পদ ঋণ হিসেবে গ্রহনের সময় মূলের অতিরিক্ত লওয়াকে সুদ বলে।বোখারী ভাষ্যকার আল্লামা কাছতালানী রঃ অনুরূপ ই বলেছেন।

মহান আল্লাহ তায়ালা সুদ নিষিদ্ধ করে স্পষ্ট ভাবে ফরমান-و احل الله البيع و حرم الربوا

আল্লাহ ক্রয় বিক্রয় হালাল করেছেন সুদকে হারাম করেছেন।  ইসলামের নবী  صلي الله عليه وسلم ছয় টি জিনিষ উল্লেখ করে বলেছেন হাতে হাতে এগুলো লেনদেন করে অতিরিক্ত গ্রহন করাই হচ্ছে রিবা।আর রিবা হচ্ছে নিকৃষ্টতম হারাম।কারন হলো সুদের সামাজিক,রাষ্টিয় ও পারলৌকিক ভয়াবহ মন্দ দিক রয়েছে। 

সুদ একটি সামাজিক বৈষম্য সৃষ্টির হাতিয়ারঃএতে অর্থনৈতিক ভারসাম্য বিনষ্ট হয়।গরীবেরা আরো গরীব হয়।সুদখোরদের হাতে সম্পদের বৃহদাংশ চলে যায়।সুদখোর নিষ্টুর হয়।তার নিষ্টুরতার শিকার হয় অসহায় খেটে খাওয়া মানুষ।তাই আমরা দেখী সুদের দেনা পরিশোদের জন্য কোন কোন মানুষ স্বস্বস্বীয়  কিডনী পর্যন্ত বিক্রি করতে বাধ্য হয়।আমি নিজে এক বিচারে ছিলাম,যেখানে সুদখোর তার পাওনাদার কে সুদের টাকা দিতে দেরী হওযায় দা দিয়ে আঘাত করে রক্তাক্ত করেছিল।এমনি হাজার নজীর এবং অপকারীতার জন্য সর্বজ্ঞাতা দয়াময় আল্লাহ সুদের নিষিদ্ধ করণের আয়াত নাযিল করেই ক্ষান্ত হন নাই।ফরমান- الذين ياكلون الربوا لا يقومون الا كما يقوم الذي يتخبطه الشيطان من المس.অর্থাৎ-যারা সুদ খায়,তারা সে লোকটির মত ই দাঁড়াবে (ময়দানে কিয়ামতে) যাকে শয়তান স্পর্শ দ্বারা পাগল বানায়।মানে পাগল হয়ে লাঞ্ছিত বেশে সুদখোর ক্বিয়ামতের ময়দানে দাড়াবে।এখানেই শেষ নয়,যারা সুদ থেকে ক্ষান্ত হবে না সুদের দিকে ই ফিরে যাবে,তাদের ব্যাপারে মহান বারী তায়ালা ঘোষণা করেন- فمن عاد فاولاءك اصحاب النار هم فيها خالدونযে পূনরায় সুদের দিকে ফিরে যায় তারা জাহান্নামী।সেথায় তারা চিরকাল অবস্থান করবে।

মহানবীصلي الله عليه وسلم    'র জবানীতে সুদের নিকৃষ্ট পরিনামঃ درهام الربوا اشد عليالله من ست و ثلاثين زينة   البيهقيসুদের একটি দিরহাম আল্লাহর কাছে ৩৬ টি জিনা বা ব্যাবিচারের চেয়ে জঘন্য।(বায়হাক্বী শরীফ)আল্লাহর পানাহ।

মুসতাদরাকের অপর এক হাদীছে নবিজী ফরমান-من نبت لحمه من السحت فا النار اولي بهঅর্থাৎ যার মাংশ সুদের দ্বারা বর্ধিত হল তার জন্ন জাহান্নাম ই হল যথাযথ বাসস্থান।সুতরাং সুদ গ্রহীতার পরকালীন পরিনাম কত ভয়াবহ।অথচ বিশ্ব জুরে ব্যাংকিং লেনদেন সুদ ভিত্তিক হওয়া অপরিহার্য হয়ে পড়েছে!

দয়াল নবী আরো এরশাদ করেন-ان الربواسبعون بابا ادناهاان يقع الرجل علي امه  ابن ماجهমানে সুদের সত্তর টি দরজা আছে (নিকৃষ্টতার) এর নিম্ন দরজা টি হচ্ছে একজন পূরুষ তার মায়ের উপর পতিত হওয়া।না'উযুবিল্লাহিল আযিম।

কাজেই মুসলমান দাবীদার একই সাথে সুদ এবং মুসলমানিত্বকে একত্রিত করতে পারে কি ভাবে?আল্লাহ আমাদের কে হেফাজত করুন।

 

 

১৩৬৩

কোন তথ্যসূত্র নেই

আপনার জন্য প্রস্তাবিত

ইসলামিক ফাউন্ডেশন

To preach and propagate the values and ideals of Islam, the only complete code of life acceptable to the Almighty Allah, in its right perspective as a religion of humanity, tolerance and universal brotherhood and bring the majority people of Bangladesh under the banner of Islam

অফিসিয়াল ঠিকানা: অফিসিয়াল ঠিকানা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, আগারগাঁও, শের-এ- বাংলা নগর, ঢাকা -১২০৭