সংবাদ :
জাতীয় : জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- বাংলাদেশের আকাশে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ১০ জুলাই রবিবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে ইসলামিক বিশ্ব : আরাফাতে খুতবা দিবেন শায়খ ড. মুহাম্মাদ আবদুল করীম , হজের খুতবা সরাসরি সম্প্রচার হবে বাংলাসহ ১৪ ভাষায় আন্তর্জাতিক : আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী সালেহ আহমদ তাকরিমকে সংবর্ধনা প্রদান করল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন

  • টেক্সট সাইজ
  • A
  • A
  • A
  • |
  • রং
  • C
  • A
  • A
  • A

ইসলাম সাম্প্রদায়িক সম্পৃতির অনন্য ঠিকানা ।
প্রিন্ট
প্রকাশঃ : মঙ্গলবার ০৫/১২/২০১৭

ইসলাম এমন এক ধর্ম যার প্রবর্তক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ও্য়াসাল্লাম হাতে কলমে সাম্প্রদায়িক  সম্প্রীতি শিক্ষা  দিয়েছেন ।কারন ন্যায় বিচার প্রতিষ্টায় সাম্প্রদায় প্রীতি, সজন-প্রীতি,দল ও গোত্র প্রীতি বড় অন্তরায়। তাই নবীজি অকুণ্ঠ চিত্তে ঘোষণা করেছেন -ليس منا من دعا الي عصبية و ليس منا من قاتل عصبية وليس منا من مات علي عصبية رواه ابو داود  সে আমাদের মুসলমানদের অন্তর্ভূক্ত নয় যে সম্প্রদায়িকতার দিকে আহবান করে । সে আমাদের অন্তর্ভূক্ত নয় যে সজন প্রীতির উপর যুদ্ধ করে। সেও আমাদের উম্মত ভূক্ত নয় যে সাম্প্রদায়িকতার উপর মৃত্যু বরণ করে ।আবু দাউদ হাদীসটি বর্ণনা করেছেন ।,এখানে  বিষয়টি বিবেচ্য যে,বংশ, গোত্র,দল ও সপ্রদায় প্রীতির কারনে ন্যায় ও হক্ব বিচার বা ইনসাফ  ক্বায়েম করা যায় না। তাই আল্লাহ পবিত্র কালামে পাকে ঘোষণা দিলেন -তুমি সত্য সাক্ষ্য প্রদান কর ,যদি ও তা তোমার পিতা ভাই কিংবা আপন জনের বিরুদ্ধে ও হয়। সজাত সবংশ প্রীতিকে মহানবী ন্যায় বিচারের ক্ষেত্রে চরম ভাবে প্রত্যাখ্যান করেছেন ।এমন কি মুসলমান হয়ে ও কেউ অন্যায় করলে ধর্মের খাতিরে নবীজি  তাকে ক্ষমা করতেন না।বিষয়টি বিধর্মীরাও মনে প্রানে জানত এবং মানত।তাই নিজেদের বিচার বিসংবাদের বিষয়াবলী দয়াল নবীজির কাছে উপ[স্থাপন করত।যেমন এক কপট মুসলিম ও ইয়াহুদির জমি সংক্রান্ত বিবাদে ইয়াহুদি লোকটি বিচারের ভারাভার নবীজির বরাবরে নিয়ে আসতে রাজি হলে ও কপট মুসলিম নবীজির কাছে আসতে রাজি হয় নি। যার রায় ও নবীজি ইয়াহুদির পক্ষে ই প্রদান করেছিলেন । মোনাফিক লোকটি শেষে বিচার নিয়ে যথাক্রমে আবু বকর ও ওমরের কাছে নিয়ে গেলে ওমর লোকটিকে হত্যা করেছিলেন ।যার প্রেক্ষিতে নাযিল হয়েছিল -فلا و ربك لا يومنوا حتي يحكموك  فيما شجر مينهم ثم لا يجدوا في انفسهم حرجا مما قضيت و يسلموا تسليما   অর্থাৎ তোমার প্রভূর শপথ, তারা ত্তক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষন পর্যন্ত তাদের বাদ বিসম্বাদের ব্যাপারে আপনাকে মিমাংসা কারী না বানায় এবং আপনার দেয়া ফয়সালাকে সর্বান্ত করণে মেনে না নেয়।

৩৭৬

কোন তথ্যসূত্র নেই

আপনার জন্য প্রস্তাবিত

ইসলামিক ফাউন্ডেশন

To preach and propagate the values and ideals of Islam, the only complete code of life acceptable to the Almighty Allah, in its right perspective as a religion of humanity, tolerance and universal brotherhood and bring the majority people of Bangladesh under the banner of Islam

অফিসিয়াল ঠিকানা: অফিসিয়াল ঠিকানা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, আগারগাঁও, শের-এ- বাংলা নগর, ঢাকা -১২০৭