সংবাদ :
জাতীয় : জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- বাংলাদেশের আকাশে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ১০ জুলাই রবিবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে ইসলামিক বিশ্ব : আরাফাতে খুতবা দিবেন শায়খ ড. মুহাম্মাদ আবদুল করীম , হজের খুতবা সরাসরি সম্প্রচার হবে বাংলাসহ ১৪ ভাষায় আন্তর্জাতিক : আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী সালেহ আহমদ তাকরিমকে সংবর্ধনা প্রদান করল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন

  • টেক্সট সাইজ
  • A
  • A
  • A
  • |
  • রং
  • C
  • A
  • A
  • A

দরিদ্রদের ব্যপারে আল্লাহর নবীর সুসংবাদ ।
প্রিন্ট
প্রকাশঃ : বৃহস্পতিবার ২১/১২/২০১৭

যারা দরীদ্র অসহায় ও দূর্বলদেরকে  দেখে  কে ই নাক ছিটকান তারা দেখুন তাদের মর্যাদা আল্লাহর কাছে কিভাবে সংরক্ষিত । রাসূল (সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ফরমান -

اطَّلَعْتُ فِي الجَنَّةِ فَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا الفُقَرَاءَ، وَاطَّلَعْتُ فِي النَّارِ فَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا النِّسَاءَ

আমি জান্নাতে উঁকি মেরে দেখলাম যে,এর অধিকাংশ অধিবাসী হল গরীব-মিসকীনআর জাহান্নামে দেখলাম যে,এর অধিকাংশই হল নারী (মুত্তাফাক্বুন আলাইহি মিশকাত   হাদীছ-৫২৩৪)

যারা দারিদ্র্যকে নিজের দুর্ভাগ্যের কারণ মনে করেন, আশা করি হাদীছগুলো তাদের লালিত বিশ্বাসে চির ধরাতে পারবে দুনিয়াতে সম্পদের দীনতাই আপনাকে অগ্রগামী জান্নাতী হতে সহায়তা করবে ইনশাআল্লাহ

গরীবরা ধনীদের পাঁচশত বছর আগে জান্নাতে প্রবেশ করবে:

দুনিয়া বঞ্চিত এই গরীব অসহায়দের জন্য সুখের বিষয় হল যে, ধনীদের আগেই এরা জান্নাতে প্রবেশ করবেদুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে মূল্যহীন থাকলেও আখেরাতের চিরস্থায়ী জীবনে সবার আগে জান্নাতে প্রবেশের মহা সম্মানে ভূষিত হবেরাসূল (ছাঃ) বলেন,فُقَرَاءُ الْمُهَاجِرِينَ يَدْخُلُونَ الْجَنَّةَ قَبْلَ أَغْنِيَائِهِمْ بِخَمْسِمِائَةِ سَنَةٍ  ‘দরিদ্র মুহাজিরগণ তাদের ধনীদের চাইতে পাঁচ শত বছর আগে জান্নাতে প্রবেশ করবে তিরমিযী হা/২৩৫১

কোন ঋণগ্রস্থকে অবকাশ দিলে সদকার সাওয়াব পাওয়া যায়:

عَنْ بُرَيْدَةَ رضي الله عنه قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلِهِ صَدَقَةٌ  قَالَ ثُمَّ سَمِعْتُهُ يَقُولُ : مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلَيْهِ صَدَقَةٌ  قُلْتُ : سَمِعْتُكَ يَا رَسُولَ اللَّهِ تَقُولُ مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلِهِ صَدَقَةٌ ، ثُمَّ سَمِعْتُكَ تَقُولُ مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلَيْهِ صَدَقَةٌ ؟ قَالَ : لَهُ بِكُلِّ يَوْمٍ صَدَقَةٌ قَبْلَ أَنْ يَحِلَّ الدَّيْنُ ، فَإِذَا حَلَّ الدَّيْنُ فَأَنْظَرَهُ فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلَيْهِ صَدَقَةٌ روى الإمام أحمد (22537

 

হযরত বুরায়দা সূত্রে বর্ণিত; তিনি বলেন আমি রাসূলে কারীম (সা.) বলতে শুনেছি: যে ব্যক্তি কোন অভাবী ঋণীকে অবকাশ দিবেতার বিনিময়ে প্রতি দিন সকদার সাওয়াব পাবেবুরায়দা বলেন আমি রাসূল হতে আরো শুনলাম যে, যে ব্যক্তি কোন অভাবী ঋণীকে অবকাশ দিবেসে প্রতি দিন দ্বিগুণ সাওয়াব পাবেঅতঃপর হযরতবুরায়দা বলেন,হে আল্লাহর রাসূল!আপনি কি এমন কথা বলেছেন,যে ব্যক্তি কোন অভাবী ঋণীকে অবকাশ দিবেতাকে প্রতি দিন দ্বিগুণ সাওয়াব দেওয়া হবে? রাসূল (সা.)বললেন;ঋণ পরিশোধের আগ পর্যন্ত প্রতিদিন সাদকার সাওয়াব পাবে,আর মাফ করে দেওয়া হয়,তাহলে প্রতিদিন দ্বিগুণ সাওয়াব পাবে

মিসকীনদের আল্লাহর রাসূলও ভালোবাসতেন: 

عَنْ أَبِيْ سَعِيْدٍ الْخُدْرِيِّ رضي الله عنه فَقَالَ فِيْ بِدَايَةِ الْحَدِيْثِ أَحِبُّوْا الْمَسَاكِيْنَ فَإِنِّيْ سَمِعْتُ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُوْلُ: اللَّهُمَّ أَحْيِنِي مِسْكِينًا، وَأَمِتْنِي مِسْكِينًا، وَاحْشُرْنِي فِي زُمْرَةِ الْمَسَاكِينِ يَوْمَ الْقِيَامَةِ – رواه عبد بن حميد في مسنده وابن ماجه في سننه، بإسناد صحيح

আবূ সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন,أَحِبُّوا الْمَسَاكِيْنَতোমরা মিসকীনদের ভালবাসকেননা আমি রাসূল (ছাঃ)-কে তাঁর দোআয় বলতে শুনেছি,اللَّهُمَّ أَحْيِنِى مِسْكِينًا وَأَمِتْنِى مِسْكِينًا وَاحْشُرْنِى فِى زُمْرَةِ الْمَسَاكِينِ হে আল্লাহ! তুমি আমাকে মিসকীন রূপে জীবিত রাখ, মিসকীন রূপে মৃত্যুদান কর এবং মিসকীনদের দলভুক্ত করে হাশরের ময়দানে উত্থিত কর (ইবনু মাজাহ )

 

 

 

৩৮০

কোন তথ্যসূত্র নেই

আপনার জন্য প্রস্তাবিত

ইসলামিক ফাউন্ডেশন

To preach and propagate the values and ideals of Islam, the only complete code of life acceptable to the Almighty Allah, in its right perspective as a religion of humanity, tolerance and universal brotherhood and bring the majority people of Bangladesh under the banner of Islam

অফিসিয়াল ঠিকানা: অফিসিয়াল ঠিকানা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, আগারগাঁও, শের-এ- বাংলা নগর, ঢাকা -১২০৭