সংবাদ :
জাতীয় : জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- বাংলাদেশের আকাশে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ১০ জুলাই রবিবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে ইসলামিক বিশ্ব : আরাফাতে খুতবা দিবেন শায়খ ড. মুহাম্মাদ আবদুল করীম , হজের খুতবা সরাসরি সম্প্রচার হবে বাংলাসহ ১৪ ভাষায় আন্তর্জাতিক : আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী সালেহ আহমদ তাকরিমকে সংবর্ধনা প্রদান করল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন

  • টেক্সট সাইজ
  • A
  • A
  • A
  • |
  • রং
  • C
  • A
  • A
  • A

কু ধারণা পোষণ একটি মন্দ স্বভাব।
প্রিন্ট
প্রকাশঃ : মঙ্গলবার ০৬/০৩/২০১৮

কারো সম্পর্কে কু ধারণা করা একটি খারাপ অভ্যাস। ইসলাম এটিকে অত্যন্ত জোড়ালো কায়দায় বারণ করেছে। কারণ কু ধারণায় সমাজ ও জাতির মধ্যে পারস্পরিক অনৈক্য সৃষ্টি হয়। কলহ বৃদ্ধি পায়। পারস্পরিক সংহতি বিনষ্ট হয়। মহান আল্লাহপাক রাব্বুল ইজ্জত ঘোষণা করেন-

কু ধারনা থেকে দূরে থাক

অর্থাৎ-তোমরা অনেক কু ধারণা থেকে দূরে থাক ,কেননা কোন কোন ধারণা গুনাহের কাজ।

মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান -

عن ابي هريرة رضي الله تعالي عنه قال قال رسول الله صلي الله عليه وسلم اياكم و الظن فان الظن اكذب الحديثولا تحسسوا ولا تجسسوا ولا تناججشوا ولا تحاسدوا ولا  تباغضوا ولا تدابرو و كنوا عباد الله اخوانا متفق عليه 

অর্থাৎ হযরত আবু হোরায়রা (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়য়াসাল্লাম বলেন - তোমরা কু ধারণা পোষণ করা থেকে বিরত থাক। কেননা কু ধারণা জঘন্যতম মিথ্যা বিষয়। তোমরা কারো দোষ ত্রুটি জানার চেষ্টা করো না। গোয়েন্দাগিরি করো না। অনর্থক দর কষাকষি করো না। পরস্পর হিংসা বিদ্বেষ ও শ্ত্রুতা পোষণ করো না। একে অন্যের পরোক্ষ নিন্দা করো না। তোমরা পরস্পর আল্লাহর বান্দা ভাই ভাই হিসেবে বসবাস করো। অন্য বর্ণনায় আছে তোমরা পরস্পর লোভ লালসা করো না।

(বুখারী ও মুসলিম)

অতএব পারস্পরিক সৌহার্দ্য ও সংহতি বজায় রেখে চলার জন্য আল্লাহর নবীর নিষেধকৃত আলোচ্য বিষয়সমূহ থেকে দূরে থাকা উচিত।

৬৬০

কোন তথ্যসূত্র নেই

আপনার জন্য প্রস্তাবিত

ইসলামিক ফাউন্ডেশন

To preach and propagate the values and ideals of Islam, the only complete code of life acceptable to the Almighty Allah, in its right perspective as a religion of humanity, tolerance and universal brotherhood and bring the majority people of Bangladesh under the banner of Islam

অফিসিয়াল ঠিকানা: অফিসিয়াল ঠিকানা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, আগারগাঁও, শের-এ- বাংলা নগর, ঢাকা -১২০৭