সংবাদ :
জাতীয় : জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- বাংলাদেশের আকাশে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ১০ জুলাই রবিবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে ইসলামিক বিশ্ব : আরাফাতে খুতবা দিবেন শায়খ ড. মুহাম্মাদ আবদুল করীম , হজের খুতবা সরাসরি সম্প্রচার হবে বাংলাসহ ১৪ ভাষায় আন্তর্জাতিক : আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী সালেহ আহমদ তাকরিমকে সংবর্ধনা প্রদান করল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন

  • টেক্সট সাইজ
  • A
  • A
  • A
  • |
  • রং
  • C
  • A
  • A
  • A

নৈতিক অবক্ষয়ের একটি দিকঃ নেতৃত্বের লোভ ।
প্রিন্ট
প্রকাশঃ : শনিবার ২৪/০৩/২০১৮

رياسة তথা নেতৃত্ব রইছুন শব্দ থেকে উদ্ভূত। অর্থ -নেতা হওয়া। এ নেতৃত্ব যদি সঠিক পন্থায় হয় ভাল। নেতৃত্বের লোভ এমন একটি বিষয় যা মানুষকে  হানাহানী এবং অন্যের উপর জোড় জবরদস্তি ও শত্রুতার রেশ সৃষ্টি করতে উৎসাহিত করে । এ লোভ কখনো এমন পর্যায়ে পৌঁছে যায় যে ,নেতৃত্ব হাসিলের জন্য খুন খারাবি হিংসা বিশৃংখলা,এমনকি মরণাস্ত্রের ব্যবহার নিত্য নৈমিত্তিক ব্যপার হয়ে দাঁড়িয়েছে। নেতৃত্বের লোভে মোহান্বিত ব্যক্তি ক্ষণিকের জন্য ভাবে না যে,এটা জবরদস্তির বিষয় নয়। আল্লাহ আপন করুণা বলে কাউকে ক্ষমতা দেন কারো থেকে ক্ষমতা কেড়ে নেন। পবিত্র কালামে পাকে বলা আছে -

"قل الله هم مالك الملك توتي الملك من تشاء .و تنزع الملك من من تشاء . وتعز من تشاء وتذل من تشاء .بيدك الخير. انك علي كلي شيء قدير .تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت و تخرج الميت من الحي و ترزق من تشاء بغير حساب 

অর্থাৎ - আপনি বলুন হে প্রভূ! রাজ্য অধিরাজের মালিক তুমি যাকে ইচ্ছা রাজ্যের মালিকানা প্রদান কর ,যার থেকে ইচ্ছা রাজ্য কেড়ে নাও । যাকে ইচ্ছা সম্মান প্রদান কর যাকে ইচ্ছা কর অপদস্থ । তোমারই হাতে সকল কল্যাণ নিহিত। নিশ্চয় তুমি সকল বিষয়ের উপর ক্ষমতাবান। তুমি রাত কে দিনের ভিতর দিনকে রাত হতে প্রকাশিত করে আন। আর মৃত থেকে জীবিত ও জীবন   থেকে মৃত্যু এবং মৃত্যু থেকে জীবন বের করে আন। আর যাকে ইচ্ছা তুমি হিসাবের অতীত জীবিকা প্রদান করে থাক।

সুতরাং প্রতীয়মান হল নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে হবে। নিজে থেকে নয়। মহানবী সাল্লাল্লহু আলাইহি ওইয়াসাল্লাম এরশাদ করেন -" হে আব্দুর রহমান বিন সামূর! নেতৃত্ব চাইবে না। যদি প্রার্থী হওয়ার পর তোমাকে নেতৃত্ব দেয়া হয় তাহলে সব দায় দায়িত্ব তোমার উপর বর্তাবে। আর যদি প্রার্থী না হওয়ার পরও তোমাকে নেতৃত্বের ভার অর্পণ করা হয় তখন তোমাকে  সাহায্য করা হবে মানে আল্লাহর মদদ তুমি পাবে। (বুখারী)

সুতরাং নেতৃত্বের লালসায় কখনো কখনো অযোগ্য লোককে ক্ষমতার আসনে বসায় যা সমাজ ও জাতির জন্য ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আল্লাহর নবী এ জন্যই হাদিসে বলেছেন -اذا وسد الامر الي غير اهله فانتظر الساعة  অর্থাৎ নেতৃত্বের ভার যখন অযোগ্য মানুষের হাতে অর্পিত হয়, তখন ক্বিয়ামতের জন্য অপেক্ষা কর। (বুখারী শরীফ)

৪৬০

কোন তথ্যসূত্র নেই

আপনার জন্য প্রস্তাবিত

ইসলামিক ফাউন্ডেশন

To preach and propagate the values and ideals of Islam, the only complete code of life acceptable to the Almighty Allah, in its right perspective as a religion of humanity, tolerance and universal brotherhood and bring the majority people of Bangladesh under the banner of Islam

অফিসিয়াল ঠিকানা: অফিসিয়াল ঠিকানা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, আগারগাঁও, শের-এ- বাংলা নগর, ঢাকা -১২০৭