সংবাদ :
জাতীয় : জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- বাংলাদেশের আকাশে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ১০ জুলাই রবিবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে ইসলামিক বিশ্ব : আরাফাতে খুতবা দিবেন শায়খ ড. মুহাম্মাদ আবদুল করীম , হজের খুতবা সরাসরি সম্প্রচার হবে বাংলাসহ ১৪ ভাষায় আন্তর্জাতিক : আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী সালেহ আহমদ তাকরিমকে সংবর্ধনা প্রদান করল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন

  • টেক্সট সাইজ
  • A
  • A
  • A
  • |
  • রং
  • C
  • A
  • A
  • A

আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়য়াসাল্লামার ভালবাসা ।
প্রিন্ট
প্রকাশঃ : রবিবার ২৯/০৭/২০১৮

মুসলিমদের জন্য সবচে’ গুরুত্বপূর্ণ বিষয় হল, সে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সবকিছু থেকে ভাল বাসবে । এমন কি নিজের সম্পদ, সন্তানাদি বিশেষত নিজের জানের চে’ ও ভাল না বাসলে ঈমানদার হতে পারবে না । এ প্রসংজ্ঞে আলোকপাত করতে যেয়ে মহান আল্লাহ রাব্বুল আলামীন এরশাদ ফরমান - قل ان كان اباءوكم و ابناءكم و اخوانكم و ازواجكم و عشرتكم و اموال ن اقترفتموها وتجارة تخشون كسدها و مساكن ترضونها احب اليكم من الله و رسوله و جهاد في سبيله فتربصوا حتي ياتي الله بامره والله لا يهدي القوم الفاسقين অর্থাৎ - হে রাসূল! আপনি বলে দিন যদি তোমাদের পিতা ,তোমাদের পূত্র ,তোমাদের ভাই , তোমাদের সহধর্মিনী, তোমাদের সম্প্রদায় ,তোমাদের অর্জন কৃত মাল আর যে ব্যবসায় তোমরা লোকসানের ভয় কর ;এগুলো যদি তোমাদের কাছে আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ও আল্লাহর পথে জেহাদ করা থেকে বেশী প্রিয় বা পছন্দনীয় হয় ; তাহলে আল্লাহর নির্দেশ তথা শাস্থি আগমনের অপেক্ষা কর । আর আল্লাহ ফাসিক তথা দুরাচারীকে হেদায়াত প্রদান করেন না।

আয়াতের মর্ম উদঘাটনে গেলে দেখা যায়, একজন মুসলিম তাঁর জীবনের সব কিছু থেকে আল্লাহ ও তার রাসূল কে ভাল বাসতে হবে । জেহাদ তথা আল্লাহর দ্বীনের পথে জান মাল খরচ করতে হবে । অন্যথায় সে মুমি’ন হতে পারবে না । সাহাবাগণ সে আদর্শকে লালন করেছেন জীবনের প্রতিটি পরতে পরতে । ভাল বেসেছেন আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের সব কিছু দিয়ে । এমনকি আত্মাহুতি দিতে ও এতটুকু দ্বিধা করেন নি। আল্লাহর রাসূল তাই ঘোষণা করেন - لا يومن احدكم حتي اكون احب اليه من والده وولده والناس اجمعين (رواه البخاري)অর্থাৎ তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মু’মিন হতে পারবে না যতক্ষন পর্যন্ত আমি তার কাছে নিজের পিতা – পূত্র এমন কি সকল লোকের চে’ প্রিয় পাত্র না হই । (বুখারী) আর এটা সতঃসিদ্ধ কথা যে, কারো কোন কাজ বা নীতি আদর্শ পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করতে গেলেই তার প্রতি অগাধ ভাল বাসা থাকতে হবে । অন্যথায় আদর্শ বাস্থবায়ন করা সম্ভব নয় মোটেই । আল্লাহর নবীর সম্মানিত সাহাবীগণ সে আদর্শে বিশ্বাসী ছিলেন বলেই তারা সে প্রিয়তম রাসূলের আদর্শ কে তাবৎ বিশ্বে ছড়িয়ে দিতে পেরেছিলেন বিস্ময়কর ভাবে । এজন্য ই দেখতে পাই ফারুক্বে আযম হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলাল্লাহ ! আমি আপনাকে আমার অর্ধেক জীবন থেকে বেশী ভালবাসি । নবীজি ফরমান তোমার ঈমান পূর্ণ হয় নাই । ফারুক্বে আযম বলেন আমি আপনাকে আমার জীবনের এক তৃতীয়াংশ থেকে বেশী ভালবাসি । আল্লাহর রাসূল বলেন এখন ও তুমি কামিল মু’মিন হতে পার নাই । এবার হযরত উমর দ্বিধাহীন কণ্ঠে ঘোষণা করেন ইয়া রাসুলাল্লাহ! এখন আমি আপনাকে আমার গোটা জীবনের চে’ বেশী ভালবাসি । আল্লাহর রাসূল ফরমালেন - فقد استكملت ايمانك তাহলে অবশ্য ই তুমি তোমার ঈমানকে পরিপূর্ণ করলে । সুতরাং বুঝা গেল আল্লাহ ও তাঁর রাসূল প্রীতি ই হচ্ছে ঈমান । নতুবা পদচ্যুতির সমূহ সম্ভাবনা থেকেই যায় ।হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তা’লা আনহুর প্রতি খিয়াল করুন । আল্লাহর নবী একবার ফরমান - حبب الي من دنياكم ثلاث النساء. الطيب.و قرة عيني في الصلوة فقال ابو بكر و حبب الي ثلاث النظر اليك. والجلوس بين يديك. و انفاق مالي اليك অর্থাৎ আমার কাছে তোমাদের দুনিয়ায় তিনটি জিনিস প্রিয় করে দেয়া হয়েছে । নারী , সুগন্ধিও নামাজের মধ্যে চক্ষু শীতল করা । তৎক্ষণাৎ হযরত আবু বকর বলেন আমাকেও তিনটি জিনিস প্রিয় করে দেয়া হয়েছে । ইরাসূলাল্লাহ ! আপনার প্রতি তাকিয়ে থাকা আপনাকে দেখা ।আপনার সামনে সদা বসে থাকা। আর আপনার জন্য মাল খরচ করা ।সুবহানাল্লাহ ! লক্ষ্য করার বিষয় হল আবু বকর জীবনের চাওয়া পাওয়ার কেন্দ্রস্থল বানিয়ে নিলেন দয়াল নবীজি কে । তার সবটুকু ভালবাসা ই নবী কেন্দ্রিক । তাইতো দয়াল নবীজি তাঁর স্বীকৃতি দিয়েছিলেন এভাবে - ابو بكر و عمر سيدا اكهول في الجنه আবু বকর ও ওমর হবে জান্নাতের প্রৌঢ় (চল্লিশোর্ধ) বয়সীদের সরদার ।

সুতরাং আমাদের যাবতীয় ঈমান আমলের সার্থকতা সেখানে ই রয়েছে যেখানে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালবাসা নিজের জান মাল থেকে বেশী কার্যকর । আল্লাহ আমাদের সমজ দান করুন ।

২৯৪

কোন তথ্যসূত্র নেই

আপনার জন্য প্রস্তাবিত

ইসলামিক ফাউন্ডেশন

To preach and propagate the values and ideals of Islam, the only complete code of life acceptable to the Almighty Allah, in its right perspective as a religion of humanity, tolerance and universal brotherhood and bring the majority people of Bangladesh under the banner of Islam

অফিসিয়াল ঠিকানা: অফিসিয়াল ঠিকানা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, আগারগাঁও, শের-এ- বাংলা নগর, ঢাকা -১২০৭