সংবাদ :
জাতীয় : জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- বাংলাদেশের আকাশে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ১০ জুলাই রবিবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে ইসলামিক বিশ্ব : আরাফাতে খুতবা দিবেন শায়খ ড. মুহাম্মাদ আবদুল করীম , হজের খুতবা সরাসরি সম্প্রচার হবে বাংলাসহ ১৪ ভাষায় আন্তর্জাতিক : আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী সালেহ আহমদ তাকরিমকে সংবর্ধনা প্রদান করল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন

  • টেক্সট সাইজ
  • A
  • A
  • A
  • |
  • রং
  • C
  • A
  • A
  • A

যে প্রলয় সয়লাব করে দিয়েছে গোটা হবিগঞ্জবাসীর হৃদ মোহনা
প্রিন্ট
প্রকাশঃ : বৃহস্পতিবার ২৯/০৩/২০১৮

চলিত সনের গেল পহেলা মার্চ ভোর রাত পাঁচটা চল্লিশ মিনিট। তাহাজ্জুদ পড়া অযু রত মুসল্লী  যাচ্ছিলেন ফজরের নামাাজ জামাতে পড়বেন মসজিদে। বাসা থেকে মসজিদের দুরত্ব তিনশ গজের বেশী নয়। তারই মার্কেটের দুতলায় প্রতিষ্ঠিত করেছেন 'আল মদীনা ' জামে মসজিদ। নামটা তারই দেয়া, কারণ তিনি যে মদীনার পাগল। তার নাম আবুল হোসেন আকল মিয়া। মাতা পিতার দেয়া নাম 'আকল' তার বাস্থব জীবনে  এতই প্রভাব সৃষ্টি করেছিল যে, তার কোন প্রস্থাব বা কোন রায়ের বিপরীতে বিচারে কোন সিদ্ধান্ত গৃহীত হতে দেখিনি  আমার দেখা উনত্রিশ বছরের ভিতরে। বাজার সেক্রেটারী হিসেবে তিনি সমধিক পরিচিত। চল্লিশ বছর ধরে তিনি এ দায়িত্ব পালন করেছেন অত্যন্ত সফল ভাবে। চুনারুঘাট পৌরসভা হয়ে গেলে তিনি ব্যবসায়ী কল্যাণ সমিতির দায়িত্ব পালন করে আসছিলেন। অপর দিকে চুনারুঘাট আহলে সুন্নাত ওয়াল  জামাতের সভাপতির দায়িত্ব আঞ্জাম দিয়ে আসছিলেন।

ঔষধ কম্পানী সমিতির তিনি ছিলেন সভাপতি। ন্যায় বিচারের কিংবদন্তি তুল্য প্রবাদ পূরুষ বললে অত্যুক্তি হবে না। লোকটি মসজিদে যাওয়ার পথে অর্ধেক রাস্থায় গেলে এক গলি পথ থেকে আততায়ীরা হাতুরী দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দিয়ে টেনে হেছরে গলি পথে নিয়ে মাথায় ও মূখে উপর্যুপুরী হাতুরী দিয়ে আঘাত করে উপুর করে ফেলে চলে যায়। 

ত্রিশ মিনিট পর কারো নজরে পড়লে সিলেট নিয়ে যাওয়ার পথে ৮.২০ ঘটিকায় বহুমূখী প্রতিভাধর লোকটি অভিমানে চলে যান না ফেরার দেশে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। থমকে যায় চুনারুঘাটের স্বাভাবিক গতি। আকাশে বাতাসে ধ্বনিত হয় কান্নার রোল। স্থব্দ হয়ে যায় বিবেক। যে লোকটির কোন উপকার পায় নাই এমন মানুষ চুনারুঘাটে খুব কম ই পাওয়া যাবে।  যে লোকের প্রয়ানে সন্তানেরা হারিয়েছে গর্ব করার মত  দায়িত্বশীল আদর্শ পিতা। সহধর্মিণী হারিয়েছেন অতুল জীবন সাথী। মমতাময়ী মা হারিয়েছেন সারা জীবন পরম আদরে আগলে রাখা বুকের মানিক। আত্মীয়- স্বজন হারিয়েছেন ভরসা করার মত বিশ্বস্ত স্থল। মাজলুমেরা হারিয়েছেন  দীর্ঘশ্বাষ প্রশমনের আশ্রয়। সমাজ হারিয়েছে  সুষ্ঠুসুুুন্দর সুশীল সমাজ বিনির্মাণের দিগদর্শক। 

প্রশাসন হারিয়েছে সুপরামর্শক। রাজনৈতিক নেতারা হারিয়েছেন নিখাদ উপদেশ দাতা। আহলে সুন্নাত ওয়াল জমাতের অনুসারীরা হারিয়েছেন নবী প্রেমের প্রবাদ পুরুষ। যার ব্যক্তিত্বের প্রভাবে দুষ্ট - নষ্টরা থাকত তটস্থ। এমন একটা ব্যক্তির উপরে কেউ হাত তুলতে পারে কেউ কোনদিন ঘুর্নাক্ষরে ও ভাবে নি। তিনি নিজে ও ভাবেন নি। কিন্তু নষ্ট চক্রের ভ্রষ্ট আততায়ীরা নৃশংস ভাবে সে কাজটা ই করে বসলো। শাহাদাত প্রাপ্ত ব্যক্তি ছিলেন আমার মাদরাসার কয়েক বারের অভিভাবক সদস্য মাদরাসার দূর্দিনের কাণ্ডারী। তার প্রতিষ্ঠিত আল মদীনা জামে মসজিদের আমি খতিব। সে সুবাদে তার সাথে ছিল আমার নিবিড় অন্তরঙ্গ সম্পর্ক। তার মর্মান্তিক শাহাদাতে আমি নিতান্তই শোকাতুর।লেখালেখি ও করি কম নয়। তাই তার আততায়ীদের একজন গত ২৩.০৩.২০১৮ ইং তারিখে সকাল ৮.৫৭ ঘটিকার সময় একটি ফেইক নাম্বার যা বাহিরের বলে মনে হয়। বলে আমি কেন লোকটা কে শহীদ বলে বেশি লেখালেখি করি?  সে আমাকে বলে " কম লেখা লেখালেখি করবেন, ফালাইদিমু কিন্তু "।  এই হল হত্যাকারীদের স্পর্ধা ও শক্তিমত্তার নমুনা। নাম্বারটি হল- +99001616000। 

কেউ যদি পারেন হ্যাক করে নাম্বারের অবস্থান নিশ্চিত করতে, তাহলে দয়া করে আমার নাম্বারে - ০১৭১৪৬২৯১৮৩  ফোন করে  জানালে চিরকৃতজ্ঞ থাকব। মাঝে মাঝে ভাবি বংগবন্ধুর বাংলাদেশে জন্ম নেয়া কি আকল মিয়ার অপরাধ ছিল? শেখ হাসিনাকে ভাল পেয়ে সুন্নাত ওয়াল জমাতকে নিয়ে ঘোষণা দিয়ে আওয়ামিলীগের পক্ষে কাজ করে পাশ করিয়ে দেওয়ার পর ও আকল মিয়ার এ পরিনতি আমাদের দেখতে হল?

মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটুআই এর মাধ্যমে আকল মিয়ার পরিবার পরিজনসহ আমাদের আবেদন রইল অন্তত হত্যাকারীদের ধরিয়ে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থাটা করে চুনারুঘাটবাসীর তপ্ত হৃদ জ্বালা সামান্য প্রশমিত করলে শহীদের আত্মা অন্তত কিছু হলেও শান্তি পাবে। কারণ এই শহীদ আকল মিয়া বংগবন্ধুর নিতান্তই ভক্ত ছিলেন মনে প্রানে। উপজেলাবাসী প্রচ্ছন্নভাবেই তা জানে। 

৩২০

কোন তথ্যসূত্র নেই

আপনার জন্য প্রস্তাবিত

ইসলামিক ফাউন্ডেশন

To preach and propagate the values and ideals of Islam, the only complete code of life acceptable to the Almighty Allah, in its right perspective as a religion of humanity, tolerance and universal brotherhood and bring the majority people of Bangladesh under the banner of Islam

অফিসিয়াল ঠিকানা: অফিসিয়াল ঠিকানা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, আগারগাঁও, শের-এ- বাংলা নগর, ঢাকা -১২০৭