সংবাদ :
জাতীয় : জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- বাংলাদেশের আকাশে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ১০ জুলাই রবিবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে ইসলামিক বিশ্ব : আরাফাতে খুতবা দিবেন শায়খ ড. মুহাম্মাদ আবদুল করীম , হজের খুতবা সরাসরি সম্প্রচার হবে বাংলাসহ ১৪ ভাষায় আন্তর্জাতিক : আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী সালেহ আহমদ তাকরিমকে সংবর্ধনা প্রদান করল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন

  • টেক্সট সাইজ
  • A
  • A
  • A
  • |
  • রং
  • C
  • A
  • A
  • A

ইসলামই সকল দিক থেকে কালজয়ী জীবন বিধান
প্রিন্ট
প্রকাশঃ : সোমবার ০৯/০৪/২০১৮

ইসলামই একমাত্র কাল জয়ী ধর্ম যা মহান রাব্বুল ইজ্জত কর্তৃক অবতারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সকল নবীদের শ্রেষ্ঠউহার কিতাব পবিত্র ক্বোরআনুল কারীম, যা সকল কিতাবের মধ্যে অনন্যইসলামের খলিফাগণ যারা সকল যুগের সকল মানুষের প্রতিনিধিদের মধ্যে অতুলনীয়ইসলামের বিচারকগণযারা সকল মানুষের মধ্যে ন্যায় বিচারের মূর্ত প্রতীকউহার যুদ্ধাগণ সকল ধর্ম ও বর্ণের মানুষের মধ্যে অনুপম আদর্শের উজ্জ্বল দৃষ্টান্তযে দিক থেকে বিবেচনা করা হোক না কেন, ইসলামই একমাত্র খোদা প্রদত্ত জীবন বিধান, যা সর্বকালের সকল মানুষের জন্য কালজয়ী আদর্শের কল্যাণকর মানবতার ধর্ম। এ জন্যই মহান আল্লাহ তাবারাকা ওয়া তায়ালা এরশাদ ফরমান –“ان الدين عند الله الاسلام “ অর্থাৎ - আল্লাহর নিকট একমাত্র ধর্মই হচ্ছে ইসলাম। এ আয়াতটি অবতরণের কারন সম্পর্কে আল্লামা জামাখশারী বলেন এ আয়াত খানা ইহুদী ও খ্রিস্টানদের ভ্রান্ত দাবী এবং অযৌক্তিক মত পার্থক্যের প্রচন্ড বিরোধিতা করে অবতীর্ণ হয়েছে। কেননা ইহুদীরা দাবী করত, হযরত উজাইর(আঃ) আল্লাহর পুত্র। তারা বলে বেড়াত ,আমরাই নবী হওয়ার অধিক যোগ্য ,কোরাইশরা নয়। কেননা তারা হল উম্মি, আর আমরা হলাম আহলে কিতাব। অতএব নবী আমাদের মধ্যেই হবে।

পক্ষান্তরে খ্রিষ্টানেরা দাবী করত হযরত ইসা (আঃ) আল্লাহর পুত্র। তাই আখেরী নবী আমাদের মধ্যে হওয়াই অধিক যুক্তিযুক্ত। ইহুদী খ্রিষ্টানদের এসব ভ্রান্ত দাবী জোরালোভাবে প্রত্যাখ্যান করে মহান আল্লাহ জানিয়ে দেন, ইসলামই মহান আল্লাহর একমাত্র দ্বীন।

তফসিরুল জালালাইন এর প্রান্ত টিকায় বলা হয়েছে মদীনার ইহুদীরা যখন দাবী করল ইহুদী ধর্মের চেয়ে শ্রেষ্ঠ কোন ধর্ম নেই , অনুরূপ খ্রিষ্টানেরা ​​​​​​যখন দাবী করল খ্রিষ্টান ধর্মের চেয়ে শ্রেষ্ঠ কোন ধর্ম নেই ,তখন এ আয়াত অবতীর্ণ হয়েছে। এতে বলা হয়েছে ইসলাম ই আল্লাহর নকট একমাত্র মনোনীত ধর্ম । মোদ্দা কথা ইসলাম ছাড়া আল্লাহর কাছে কোন ধর্ম ই গ্রহনযোগ্য নয় । আর অন্য কোন ধর্ম পালন করে নাজাতের কোন সম্ভাবনা নেই । আল্লাহ পাক তার ঘোষণা দিয়ে রেখেছেন এ ভাবে - و من يبتغي غير الاسلام دينا فلن يقبل منه و هو في الاخرة من الخاسرين

 অর্থাৎ - ইসলাম ছাড়া যারা অন্য কোন দ্বীন বা জীবন বিধানকে নিজেদের ধর্ম হিসেবে অন্বেষণ করে, তাহলে তার পক্ষ থেকে তা গ্রহন করা হবে না, আর সে পরকালে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত।

৩৪৫

কোন তথ্যসূত্র নেই

আপনার জন্য প্রস্তাবিত

ইসলামিক ফাউন্ডেশন

To preach and propagate the values and ideals of Islam, the only complete code of life acceptable to the Almighty Allah, in its right perspective as a religion of humanity, tolerance and universal brotherhood and bring the majority people of Bangladesh under the banner of Islam

অফিসিয়াল ঠিকানা: অফিসিয়াল ঠিকানা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, আগারগাঁও, শের-এ- বাংলা নগর, ঢাকা -১২০৭