সংবাদ :
জাতীয় : জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- বাংলাদেশের আকাশে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ১০ জুলাই রবিবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে ইসলামিক বিশ্ব : আরাফাতে খুতবা দিবেন শায়খ ড. মুহাম্মাদ আবদুল করীম , হজের খুতবা সরাসরি সম্প্রচার হবে বাংলাসহ ১৪ ভাষায় আন্তর্জাতিক : আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী সালেহ আহমদ তাকরিমকে সংবর্ধনা প্রদান করল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন

  • টেক্সট সাইজ
  • A
  • A
  • A
  • |
  • রং
  • C
  • A
  • A
  • A

দক্ষতার গল্প
প্রিন্ট
প্রকাশঃ : বৃহস্পতিবার ১৮/০১/২০১৮

দক্ষতার গল্প 

কোনো ব্যক্তিত্বের উন্নত চরিত্র সম্পর্কে জানতে চান? তা হলে তার উদারতা দেখুন। তার বদান্যতা থেকেই অনুমান করা যাবে, সে সচ্চরিত্রে কত উচ্চতায় অধিষ্ঠিত। বদান্যতা বা দানশীলতা এমন এক মহৎ গুণ, যদি তা কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায় তা হলে সে লোকসমাজে অত্যন্ত প্রিয় ব্যক্তিত্বে পরিণত হয়ে যায়। 
.
রাসূলুল্লাহ সা.এর দানশীলতা ও বদান্যতা সম্পর্কে আমরা যখন সীরাতের পাতাগুলো পড়ি, অবাক হই। জানতে পারি, আল্লাহর রাসূল সা. এ গুণের ক্ষেত্রেও অদ্বিতীয় ও নজিরবিহীন ছিলেন। তাঁর হৃদয় ছিল আকাশের চেয়েও বিশাল। 
.
রাসূলুল্লাহ সা.এর নিকট ভিক্ষুক ও প্রয়োজনপ্রার্থী আসত। তারা তাদের প্রয়োজন প্রার্থনা করলে তিনি কী জবাব দিতেন? আসুন! জাবের ইবন আবদুল্লাহ রা.এর মুখ থেকে শুনি। তিনি বলেন:
(ما سئل رسول الله صلى الله عليه وسلم شيئا قط فقال لا)
-“রাসূলুল্লাহ সা.এর কাছে যখনই কোনো কিছু ভিক্ষা বা প্রার্থনা করা হত, কখনোই তিনি প্রার্থনাকারীর জবাবে ‘নাহ্’ শব্দটি উচ্চারণ করেননি।”
.
খাদেমে রাসূল আনাস ইবন মালেক রা. বলেন, জনৈক গ্রাম্যলোক রাসূলুল্লাহ সা.এর খেদমতে এসে উপস্থিত হল একবার। সে তাঁর কাছে নিজের অভাব ও দারিদ্র্যের কথা উল্লেখ করে আর্থিক কিছু সাহায্যের জন্য আবেদন করল।
সম্মানিত পাঠক! আল্লাহর রাসূল সা. তাকে কী পরিমাণ দান করেছেন- সে সম্পর্কে আমি আর আপনি কি কল্পনা করতে পারি ? পারি না। 
(فأعطاه غنما بين جبلين) 
"দুই পাহাড়ের মধ্যভাগে চরছে এমনসব ছাগলের বিশাল পাল তাকে প্রদান করলেন।”
.
লোকটি তো যারপরনাই উচ্ছসিত। সে তার গোত্রের নিকট ফিরে গিয়ে বলল:
(يا قوم! أسلموا, فإن محمدا ليعطي عطاء لا يخاف الفقر)
-“হে আমার গোত্র! তোমরা সবাই ইসলাম কবুল করে নাও। কারণ মুহাম্মাদ সা. এত বেশি পরিমাণে দান করেন যে, দানগ্রহীতার অভাব ও দারিদ্র্যের আর কোনো আশঙ্কাই থাকে না।”
.
সুপ্রিয় পাঠক! নিঃসন্দেহে আল্লাহর রাসুল সা. তাঁর উম্মতকেও দানের শিক্ষা দিয়ে গেছেন। বলেছেন, দান করলে কখনো ফুরায় না। আল্লাহর পয়গাম পৌঁছিয়ে বলছেন:
(يا ابن آدم أنفق)
 -“হে আদমের সন্তান! তুমি মানুষের উপর খরচ করো।” 
(أنفق عليك) 
আমি তোমার উপর খরচ করব।”
.
কোনো কোনো সময় আল্লাহর রাসূল সা.এর নিকট কেউ কোনো প্রার্থনা করত, কিন্তু তাঁর কাছে দেয়ার মত কিছুই থাকত না। এই অবস্থায় তিনি কি করতেন? 
মুসনাদে আহমদ ও ইবন হিব্বানে উল্লেখিত বিশুদ্ধ হাদিসে এভাবে এসেছে:
(كان رسول الله صلى الله عليه وسلم لا يسأل شيئا إلا أعطاه أو سكت)
-“রাসূলুল্লাহ সা.এর নিকট যখন কোনো কিছু চাওয়া হত তখন তিনি হয়ত ওই জিনিসটি দান করতেন অথবা চুপ থাকতেন।”

৪৩৯

কোন তথ্যসূত্র নেই

আপনার জন্য প্রস্তাবিত

ইসলামিক ফাউন্ডেশন

To preach and propagate the values and ideals of Islam, the only complete code of life acceptable to the Almighty Allah, in its right perspective as a religion of humanity, tolerance and universal brotherhood and bring the majority people of Bangladesh under the banner of Islam

অফিসিয়াল ঠিকানা: অফিসিয়াল ঠিকানা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, আগারগাঁও, শের-এ- বাংলা নগর, ঢাকা -১২০৭