সংবাদ :
জাতীয় : জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- বাংলাদেশের আকাশে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ১০ জুলাই রবিবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে ইসলামিক বিশ্ব : আরাফাতে খুতবা দিবেন শায়খ ড. মুহাম্মাদ আবদুল করীম , হজের খুতবা সরাসরি সম্প্রচার হবে বাংলাসহ ১৪ ভাষায় আন্তর্জাতিক : আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী সালেহ আহমদ তাকরিমকে সংবর্ধনা প্রদান করল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন

  • টেক্সট সাইজ
  • A
  • A
  • A
  • |
  • রং
  • C
  • A
  • A
  • A

এক নজরে পবিত্র যাকাত হিসাবের বিভিন্ন বিষয়ের বিস্তারিত ছক
প্রিন্ট
প্রকাশঃ : বৃহস্পতিবার ০৪/০২/২০২১

মাসয়ালাঃ  এক নজরে পবিত্র যাকাত হিসাবের বিভিন্ন বিষয়ের বিস্তারিত ছক 
পবিত্র যাকাত হিসাবের ছক: (চন্দ্র বৎসর হিসাবে)
মালদার ব্যক্তি তার প্রকাশ্য ও অপ্রকাশ্য সকল সম্পদ হিসাবের জন্য নিম্নের ছকটি ব্যবহার করতে পারেন। নমুনা ছকে উল্লেখ নাই এমন সম্পদ মালদারের থাকলে তা অবশ্যই হিসাবে আনতে হবে।
(ক) পবিত্র যাকাত যোগ্য সম্পদের বর্ণনা ঃ
নং সম্পদের নাম সম্পদের মূল্য নির্ধারণ টাকা
১.ক সোনা, রূপার গহনা, বার বা গিনি কয়েন বর্তমান বাজার মূল্য
১.খ সোনা/রূপা/মূল্যবান পাথর/হিরক বা মণিমুক্তা মিশ্রিত অলঙ্কার শুধুমাত্র সোনা বা রূপার মূল্য
২.ক ব্যবসার জন্য ক্রয়কৃত খালি প্লট ক্রয় মূল্য
২.খ নিজ ব্যবহার্যের অতিরিক্ত বাড়ি/ফ্ল্যাট  রক্ষণাবেক্ষণ খরচ বাদে বাৎসরিক আয় (যদি সঞ্চিত থাকে)
যানবাহন: ব্যবসায় ব্যবহৃত রিক্সা, ট্যাক্সি, লরি, সিএনজি, গাড়ি, বাস-ট্রাক, ট্রলার, লঞ্চ, নৌকা ইত্যাদি। রক্ষণাবেক্ষণ খরচ বাদে বাৎসরিক আয় (যদি সঞ্চিত থাকে)
সাবালকের বিভিন্ন সঞ্চয় বা যাকাতযোগ্য সম্পদ  সব সম্পদের সর্বমোট মূল্য
৫.ক প্রাইজবন্ড সবগুলোর ক্রয় মূল্য
৫.খ ব্যক্তিগত বা পোষ্যের নামের বীমা বীমায় জমাকৃত মোট প্রিমিয়াম
৫.গ নিজ বা পোষ্যের ডিপিএস বা এ ধরনের যে কোন সঞ্চয় জমাকৃত মোট অর্থ
৫.ঘ বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র সবগুলো সঞ্চয় পত্রের ক্রয় মূল্য
৫.ঙ বন্ড (ব্যাংক বা অর্থলগ্নী প্রতিষ্ঠানের বিভিন্ন নামের যে কোন বন্ড) সবগুলো বন্ডের ক্রয়কৃত মূল্য
৫.চ বিভিন্ন মেয়াদী আমানত জমাকৃত মোট অর্থ
৫.ছ প্রভিডেন্ট ফান্ডে জমাকৃত মূল টাকা প্রভিডেন্ট ফান্ডে জমাকৃত মূল টাকা যখন থেকে নিছাব পরিমান হবে তখন থেকে যাকাত গণনা করতে হবে। এরপর পূর্ণ ১ বৎসর হলে নিছাব যদি থাকে তাহলে তার যাকাত দিতে হবে।
৬.ক সিডিবিএল বা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত শেয়ার হোক অথবা সিডিবিএল বা স্টক এক্সচেঞ্জে তালিকাভূক্ত না হোক যাকাত দেয়ার নিয়ম হচ্ছে-  শেয়ার ক্রয় করা হয়েছে কম মূল্যে, যাকাত প্রদানের সময় শেয়ারের মূল্য বেশি, এক্ষেত্রে ক্রয় মূল্যে যাকাত দিতে হবে। আবার শেয়ার ক্রয় করা হয়েছে বেশি মূল্যে যাকাত প্রদানের সময় শেয়ারের মূল্য কম, এক্ষেত্রে যাকাত প্রদানের সময়কার মূল্য ধরতে হবে।
৬.খ অংশিদারী বা যৌথ মালিকানার যাকাতযোগ্য সম্পদ যৌথভাবে যাকাত আদায় না হলে নিজ অংশের ক্রয় মূল্য
বিদেশের সকল যাকাতযোগ্য সম্পদ (যদি থাকে) সম্পদের ক্রয় মূল্য
৮.ক ক্যাশের/হাতের বা সঞ্চিত নগদ অর্থ মোট অর্থের পরিমাণ
৮.খ সেভিংস (সঞ্চয়ী) একাউন্ট নির্দিষ্ট তারিখের ব্যালেন্স
৮.গ কারেন্ট (চলতি) একাউন্ট নির্দিষ্ট তারিখের ব্যালেন্স
৯.ক কারখানায় ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহারের জন্য ক্রয়কৃত কাঁচামালের মজুদ ক্রয়কৃত মালের মূল্য
৯.খ কারখানায় ব্যবসায়িক উদ্দেশ্যে প্রস্তুতকৃত তৈরি মালের মজুদ প্রস্তুতসহ মওজুদ করণে মোট খরচ বা ব্যায়ের পরিমাণ
৯.গ ব্যবসার জন্য ক্রয়কৃত মালের মজুদ মজুদ মালের ক্রয় মূল্য 
৯.ঘ পোল্ট্রি ফার্মের ব্রয়লার বড় করে বিক্রির জন্য পালিত হলে ফার্মের হাঁস-মুরগির ক্রয় মূল্য
৯.ঙ ব্যবসার জন্য পালিত গরু/ মহিষ/ ছাগল/ ভেড়া/ ঘোড়া/ উট দুম্বা থাকলে সব পশুর ক্রয় মূল্য
৯.চ ব্যবসায়িক উদ্দেশ্যে চাষকৃত মাছ ক্রয় মূল্য
১০ চন্দ্র বৎসরের অগ্রিম যাকাত প্রদান করলে অগ্রিম যাকাতের পরিমাণ
১১ প্রদানকৃত ঋণের অর্থ বা ধার দেয়া টাকা প্রদানকৃত ঋণ বা ধার দেয়া টাকা ফেরত পাওয়া সুনিশ্চিত হলে তার মোট পরিমাণ
মোট পবিত্র যাকাত প্রদান যোগ্য সম্পদের মূল্য = ককক
 মিল-কারখানা বা ইন্ডাস্ট্রিজ ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য লোন থাকলেও তার অন্যান্য সম্পদের পবিত্র যাকাত দিতে হবে। কেননা তার উক্ত লোনের বিপরীতে তার মিল-কারখানা বা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। কাজেই উক্ত লোন পবিত্র যাকাত আদায়ের ক্ষেত্রে প্রতিবন্ধক হবে না।
পবিত্র যাকাত বিষয়ক যে কোন প্রশ্নোত্তর পেতে ভিজিট করুন: িি.িধযশধসুুঁধশধঃ.পড়স

(খ) পবিত্র যাকাত থেকে অব্যাহতি প্রাপ্ত সম্পদের বর্ণনা: 
নং পবিত্র যাকাত থেকে অব্যাহতিপ্রাপ্ত সম্পদের নাম সম্পদের দেনার পরিমাণ টাকা
১২.ক সাংসারিক প্রয়োজনে ব্যাংক বা কোন প্রতিষ্ঠান থেকে গৃহীত ঋণ ঋণের বর্তমান দায়দেনার পরিমাণ
১২.খ বাকিতে বা কিস্তিতে পরিশোধের জন্য দেনা পরিশোধিত কিস্তি কর্তনের পর বর্তমান দেনার পরিমাণ
১২.গ সাংসারিক প্রয়োজনে ব্যক্তিগত ধার/দেনা/করজে হাসানা ধার-দেনার পরিমাণ
১৩ স্ত্রীর অপরিশোধিত মোহরানার দেনা, (যদি স্ত্রীর পাবার তাগাদা থাকে) দেনা/বকেয়ার পরিমাণ
১৪ সরকার ও প্রতিষ্ঠানের পাওনা: জমির খাজনা, ওয়াসা, বিদ্যুৎ ও গ্যাস বিল, পৌরসভা বা সিটি করপোরেশনের ট্যাক্স, অধীনস্থের বেতন, ছেলেমেয়ের স্কুল কলেজের বকেয়া বেতন (যদি থাকে) ইত্যাদি নির্ধারিতে তারিখের মোট দেনা/বকেয়ার পরিমাণ
 যাকাত থেকে অব্যাহতিপ্রাপ্ত মোট দায় দেনা = খখখ

(গ) পবিত্র উশর ও পশু সম্পদের নির্ধারিত যাকাত ঃ
ফসল ও পশুর বর্ণনা পবিত্র যাকাত নির্ধারণ টাকা
১৫.ক প্রাকৃতিক উপায়ে চাষাবাদকৃত ফল বা ফসল প্রাপ্ত ফসলের ১০ ভাগের ১ ভাগ ফসল বা তার মূল্য
১৫.খ আধুনিক উপায়ে চাষাবাদকৃত ফল বা ফসল প্রাপ্ত ফসলের ২০ ভাগের ১ ভাগ ফসল বা তার মূল্য
১৬.ক সায়েমা (স্বেচ্ছায় মাঠে বিচরণকারী পশু) ৩০টি গরু/মহিষ হলে ১ বছর বয়সের ১টি, ৪০টি হলে ২ বছর বয়সের ১টি গরু/মহিষ বা তার সমমূল্য
১৬.খ সায়েমা (স্বেচ্ছায় মাঠে বিচরণকারী পশু) ৪০টি ভেড়া/ছাগল হলে   ১ বছর বয়সের ১টি, ১২১টি হলে ২টি, ২০১টি হলে ৩টি, ৪০০টি হলে ৪টি এরপর প্রতি শতকে একটি ছাগল/ভেড়া বা তার সমমূল্য
 উশর ও পশু সম্পদের নির্ধারিত যাকাত = গগগ

পবিত্র যাকাত নিরূপণ ঃ 
ক) নিরীক্ষিত যাকাত যোগ্য সম্পদের মোট পরিমাণ/মূল্য   :  ককক
খ) যাকাত থেকে অব্যাহতিপ্রাপ্ত মোট দায় দেনার পরিমাণ/মূল্য (বিয়োগ করুন) ঃ  খখখ
মোট যাকাত প্রদান যোগ্য সম্পদের পরিমাণ/মূল্য (ককক - খখখ) টাকা ঃ ঘঘঘ
যদি ঘঘঘ এর সম্পদ/মূল্য সাড়ে ৫২ তোলা রৌপ্যের মূল্যের সমান বা তার বেশি হয় তবে শতকরা আড়াই (২.৫০%) ভাগ হারে যাকাত দিতে হবে।
সম্পদের শতকরা আড়াই (২.৫০%) হারে মোট যাকাত     :  হহহ
উশর ও পশু সম্পদের নির্ধারিত যাকাত = (যদি থাকে যোগ করুন)   : গগগ
হিসাবকৃত চন্দ্র বৎসরের মোট যাকাতের পরিমাণ টাকা: ...................

ধন্যবাদ। 

১৬

কোন তথ্যসূত্র নেই

আপনার জন্য প্রস্তাবিত

ইসলামিক ফাউন্ডেশন

To preach and propagate the values and ideals of Islam, the only complete code of life acceptable to the Almighty Allah, in its right perspective as a religion of humanity, tolerance and universal brotherhood and bring the majority people of Bangladesh under the banner of Islam

অফিসিয়াল ঠিকানা: অফিসিয়াল ঠিকানা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, আগারগাঁও, শের-এ- বাংলা নগর, ঢাকা -১২০৭