সংবাদ :
জাতীয় : জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- বাংলাদেশের আকাশে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ১০ জুলাই রবিবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে ইসলামিক বিশ্ব : আরাফাতে খুতবা দিবেন শায়খ ড. মুহাম্মাদ আবদুল করীম , হজের খুতবা সরাসরি সম্প্রচার হবে বাংলাসহ ১৪ ভাষায় আন্তর্জাতিক : আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী সালেহ আহমদ তাকরিমকে সংবর্ধনা প্রদান করল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন

  • টেক্সট সাইজ
  • A
  • A
  • A
  • |
  • রং
  • C
  • A
  • A
  • A

পবিত্র হজ্জের ফজিলত
প্রিন্ট
প্রকাশঃ : সোমবার ৩০/০৭/২০১৮

তিরমিযি শরীফে হযরত খোযায়মা ও ইবনে হাব্বানে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ  রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা করেন হুযুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান -- হজ্জ ও উমরা মুহতাজি ( অভাব অনটন ও পরমোখাপেক্ষি) এবং গোনাহকে এমন ভাবে দূরীভূত করে দেয় যেমন ভাটি ( চুলা বিশেষ ) (বুখারী মুসলিম আবুদাউদ )  লৌহ ,রৌপ্য,স্বর্ণ থেকে মরিচা ও ময়লাকে দূরীভূত  করে দেয়। আর মক্ববুল হজ্জের সাওয়াব তো জান্নাত ই হয়ে থাকে। হযরত ইবনে আব্বাস (রাঃ)থেকে বর্ণনা করেন  হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান পবিত্র রমযানে ওমরা পালন করলে যেন আমার সাথেই হজ্জ পালন করল। 

ইমাম তাবরানী কবীর নামক কিতাবে এবং বাযযার হযরত ওমর (রাঃ)থেকে বর্ণনা করেন তিনি বলেন আমি মিনার মসজিদে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার খেদমতে উপস্থিত ছিলাম। একজন আনসারী ও একজন সাক্বাফি হুজুরের খেদমতে হাজির হয়ে সালাম আরজ করলেন। অতঃপর আরয করলেন "হে আল্লাহর রাসূল! আমরা কিছু লোক কিছু জিজ্ঞাসার জন্য হুজুরের দরবারে উপস্থিত হয়েছি। হুজুর ফরমালেন " যদি তোমরা চাও তাহলে আমি নিজেই তোমাদের জিজ্ঞাস্য বিষয় বলে দেব। আর যদি না চাও তাহলে আমি কিছুই বলব না। তারা আরজ করলেন হে আল্লাহর রাসূল আপনিই বলে দিন। " হুজুর ফরমালেন -

 ১ । তুমি এ জন্য হাযির হয়েছ যে, জিজ্ঞাসা করবে - ঘর থেকে বায়তুল্লাহ শরীফের উদ্দেশ্যে যাওয়ায় কি সাওয়াব রয়েছে। 

 ২ । তাওয়াফের পর নামাজ পড়লে তাতে কি সাওয়াব রয়েছে ।

 ৩ । সাফা ও মারওয়ায় সাই করা সম্পর্কে ,যে তাতে কি সওয়াব রয়েছে ।

 ৪ । আরফার দিনে বিকালে আরফায় অবস্থান করলে কি সওয়াব রয়েছে?

৫ । জামারায় রামী বা পাথর নিক্ষেপ করলে কি সওয়াব আছে

৬ । কোরবানী করা সম্পর্কে জিজ্ঞাসা করবে তাতে কি সওয়াব রয়েছে। 

৭ । তাওয়াফে ইনফাদাহ ( তাওয়াফে যিয়ারর) সম্পর্কে জিজ্ঞাসা করবে। 

ঐ ব্যক্তি আরয করলেন শপথ ঐ মহান স্বত্বার যিনি হুজুর আলাইহিস সালামকে সত্য নবী করে পাঠিয়েছেন।  আমি এ জন্য ই হাজির হয়েছি যে উক্ত বিষয়সমূহ জিজ্ঞাসা করব। 

হুজুর এরশাদ ফরমালেন

১। তুমি বায়তুল্লাহ শরীফ উদ্দেশ্যে ঘর থেকে বের হলে তখন উঠের প্রত্যেক কদম রাখা ও প্রতিটি কদম উঠানোর পরিবর্তে তোমার জন্য নেকী লেখা হবে এবং তোমার গোনাহ বিলুপ্ত করে দেয়া হবে।

২। তাওয়াফের পর দুই রাক'আত নামাজ আদায় করা এমনি যেন হযরত ইসমাইল আলাহিস সালামের বংশদরদের মধ্যে কোন কৃতদাস থাকলে যেন তাকেই আজাদ করছো। 

৩। সাফাও মারওয়ার মধ্যখানে সাঈ করা সত্তরজন ক্রীতদাস আজাদ করার মতই।

৪। আরফা দিবসে সেখানে  অবস্থান করা এরূপ যে, আল্লাহ তা' লা আসমানের দিকে বিশেষ ভাবে তাজাল্লী বিচ্ছুরিত করেন । আর তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব প্রকাশ করেন। এরশাদ ফরমান - আমার বান্দাগণ দূর দূরান্ত থেকে খোলা মাথায় এলো কেশে আমার রহমতের আশা নিয়ে হাজির হয়েছে। ( হে আমার বান্দারা) 

যদি তোমাদের গোনাহ বালিকণা ,বৃষ্টির ফোটা গুলো এবং সমুদ্রের ফেনার সমান ও হয়। তবে আমি সবটুকুই ক্ষমা করে দেব । হে আমার বান্দারা ! তোমরা ফিরে যাও। তোমাদের মাগফেরাত হয়ে গেছে। আর তাদের ও গোনাহ মাফ হয়েছে যাদের পক্ষে তোমরা শুফারিশ করেছ। 

৫ । জামরাগুলোতে কংকর নিক্ষেপ করার মধ্যে প্রত্যেক কংকরের পরিবর্তে এমন একটা কবীরা গোনাহ বিলুপ্ত করে দেয়া হবে যা ধংসকারী ই বটে। 

৬ । কোরবানী করা তোমার প্রতিপালকের নিকট তোমার জন্য ধন ভান্ডার ই ।

৭ । মাথা মুন্ডানোর মধ্যে প্রতিটি চুলের পরিবর্তে নেকী লিপিবদ্ধ করা হবে এবং গুনাহ একেকটা ক্ষমা করে দেয়া হয়। 

৮ । এরপর খানায়ে কা' বার তাওয়াফের ( তাওয়াফে যিয়ারত) অবস্থা হলো তুমি তাওয়াফ করছ অথচ তোমার কোন গোনাহ নেই। একজন ফেরেস্থা আসবেন এবং তোমার দুই কাধের মধ্যবর্তি স্থানে হাত রেখে বলবে ভবিষ্যতে আমল করতে থাক, বিগত দিনগুলোতে যা কিছু ছিল সব ই ক্ষমা করে দেয়া হয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি ।

৩৫০

কোন তথ্যসূত্র নেই

আপনার জন্য প্রস্তাবিত

ইসলামিক ফাউন্ডেশন

To preach and propagate the values and ideals of Islam, the only complete code of life acceptable to the Almighty Allah, in its right perspective as a religion of humanity, tolerance and universal brotherhood and bring the majority people of Bangladesh under the banner of Islam

অফিসিয়াল ঠিকানা: অফিসিয়াল ঠিকানা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, আগারগাঁও, শের-এ- বাংলা নগর, ঢাকা -১২০৭